Homeভ্রমণভ্রমণের খবরবদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

প্রকাশিত

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নামকরণ হল। এবার থেকে এই শহর পরিচিত হবে ‘শ্রীবিজয়পুরম’ নামে। শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন নামকরণের ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঔপনিবেশিক শাসনব্যবস্থার স্মৃতি দেশ থেকে মুছে ফেলার অঙ্গীকারকে সম্মান জানাতে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করা হয়েছে। শ্রীবিজয়পুরম নামটি দেশের স্বাধীনতা সংগ্রাম এবং আন্দামান ও নিকোবরের ঐতিহাসিক গুরুত্বকে আরও সামনে আনবে।’’

পোর্ট ব্লেয়ার ভারতীয় এবং বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। সমুদ্রবেষ্টিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। তবে এবার থেকে এই পর্যটন কেন্দ্রীয় স্থানটি পাবে নতুন পরিচয়—শ্রীবিজয়পুরম। অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘চোল সাম্রাজ্যের সময় এখানে একটি নৌসেনা বন্দর ছিল। স্বাধীনতার সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস বহন করবে এই নতুন নাম। এই নাম দেশপ্রেম ও স্বাধীনতার লড়াইকে স্মরণ করিয়ে দেবে।’’

এই নামকরণের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনার কথাও উল্লেখ করেন শাহ। তিনি জানান, ‘‘নেতাজি এই দ্বীপে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এছাড়াও, সেলুলার জেলে বীর সাভারকারসহ অনেক স্বাধীনতা সংগ্রামীকে বন্দি রাখা হয়েছিল। তাঁদের আত্মত্যাগ আজকের স্বাধীন ভারতের ভিত্তি তৈরি করেছে।’’

প্রসঙ্গত, পোর্ট ব্লেয়ার শহরের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবল্ড ব্লেয়ারের নামে। এই শহরে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য নির্মিত সেলুলার জেল, যা আজও স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসেবে সংরক্ষিত। শহরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাছাই করা ১০০টি স্মার্ট সিটির মধ্যে অন্যতম।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।