Homeভ্রমণভ্রমণের খবরবেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক নির্মাণে সবুজ সংকেত, খরচ কত জানেন

বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক নির্মাণে সবুজ সংকেত, খরচ কত জানেন

প্রকাশিত

বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে কর্ণাটক সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পটির জন্য ₹৫০০ কোটি ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। বেঙ্গালুরুর পরিকাঠামোকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নির্মিত হতে চলেছে এই স্কাইডেক, যা থেকে শহরের ৩৬০ ডিগ্রি দৃশ্য উপভোগ করা যাবে।

এই স্কাইডেকের উচ্চতা হবে প্রায় ২৫০ মিটার, যা দিল্লির কুতুব মিনারের (৭৩ মিটার) চেয়ে তিন গুণেরও বেশি উঁচু। তুলনামূলকভাবে, বেঙ্গালুরুর সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবে বিবেচিত CNTC প্রেসিডেন্সিয়াল টাওয়ারের উচ্চতা প্রায় ১৬০ মিটার। এই প্রকল্পটি কার্যকরী হলে বেঙ্গালুরু শুধু ভারতের নয়, গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু কাঠামো পাবে।

কর্ণাটকের আইন, সংসদীয় বিষয়ক মন্ত্রী এইচ কে পাটিল জানিয়েছেন, “বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এটি ₹৫০০ কোটি ব্যয়ে নির্মিত হবে, যা ভারতীয় প্রযুক্তি রাজধানীর ৩৬০ ডিগ্রি ভিউ প্রদান করবে।”

এই স্কাইডেকটি বেঙ্গালুরুর বাইরের NICE রোডে নির্মিত হবে। এর সঙ্গে পর্যটকদের সুবিধার্থে মেট্রো রেলের সংযুক্তির পরিকল্পনাও করা হয়েছে, যাতে পর্যটকরা সহজেই এখানে পৌঁছাতে পারেন। এছাড়াও, স্কাইডেকের অভ্যন্তরে বিশ্বমানের সুবিধাদি থাকবে যা পর্যটকদের আরও আকর্ষিত করবে।

প্রথমে এই স্কাইডেকটি বেঙ্গালুরুর মধ্যভাগে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, তবে কিছু বাধার সম্মুখীন হওয়ার কারণে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের কেন্দ্রে ২৫ একর জমি পাওয়া কঠিন ছিল এবং প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতির কারণে এত উঁচু কাঠামোর নির্মাণ নিয়ে আপত্তি ওঠে। এই কারণেই NICE রোড এলাকাকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।

এই স্কাইডেকের অভ্যন্তরে একটি অত্যাধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে আরও কী কী সুবিধা দেওয়া হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বেঙ্গালুরুতে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টি হবে এবং শহরের আর্থ-সামাজিক অবস্থার উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।