Homeভ্রমণভ্রমণের খবরগঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা...

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

প্রকাশিত

গঙ্গার তীরে বিলাসের নতুন সংযোজন। ভারতের বৃহত্তম হোটেল সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) আনুষ্ঠানিক ভাবে চালু করল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’, রায়চকে। শান্ত নদীতীর, প্রাকৃতিক সৌন্দর্য আর বাংলার গ্রামীণ ঐতিহ্যের মিশেলে এই রিসর্ট যেন এক নিসর্গময় আশ্রয়।

IHCL-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পুনীত ছাটওয়াল বলেন, “গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থলের কাছেই অবস্থিত রায়চক বাংলার সমৃদ্ধ ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতিফলন। তাজ গঙ্গা কুটিরের উদ্বোধনের মাধ্যমে আমরা দেশের বিশেষ গন্তব্যস্থলগুলিতে আমাদের উপস্থিতি আরও বিস্তৃত করছি।”

প্রায় ১০০ একর জুড়ে বিস্তৃত এই বিলাসবহুল রিসর্টে রয়েছে ১৫৫টি রুম ও স্যুইট, যেখানে প্রতিটি কক্ষেই মেলে গঙ্গার মনোরম দৃশ্য এবং গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য। অতিথিদের জন্য রয়েছে রিসর্টের স্বাক্ষর রেস্তরাঁ ‘মাচান’ এবং ‘হাউস অফ মিং’, যেখানে স্থানীয় স্বাদ ও আন্তর্জাতিক রান্নার মেলবন্ধন ঘটেছে।

Taj Ganga Kutir
সাংবাদিক বৈঠকে হর্ষবর্ধন নেওটিয়া ও পুনীত ছাটওয়াল

রিসর্টে আরও রয়েছে রিভার ভিউ লাউঞ্জ, ভেরান্দা লাউঞ্জ, ইনফিনিটি পুল, আউটডোর পুল, আধুনিক জিম, ইনডোর গেমস ও বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি। এছাড়া রয়েছে ‘জে ওয়েলনেস সার্কেল’ স্পা, যেখানে অতিথিরা পাবেন মানসিক ও শারীরিক আরামের অনন্য অভিজ্ঞতা।

বিয়ের অনুষ্ঠান, কর্পোরেট রিট্রিট বা বৃহৎ আয়োজনে ব্যবহারের জন্য রিসর্টে রয়েছে ৭০,০০০ বর্গফুটের ব্যাঙ্কোয়েট স্পেস, যা রাজ্যের অন্যতম বৃহৎ।

অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, “IHCL-এর সঙ্গে আমাদের সফল সহযোগিতা আরও এক ধাপ এগোল। ‘তাজ গঙ্গা কুটির’ শুধু আতিথেয়তার নতুন মানদণ্ডই স্থাপন করবে না, বরং রায়চক ও তার আশেপাশের পর্যটন ও স্থানীয় কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি করবে।”

প্রসঙ্গত, দুর্গশৈলীর আদলে তৈরি রিসর্টটির সূচনা হয় ১৯৯৭ সালে হর্ষবর্ধন নেওটিয়ার উদ্যোগে। পরবর্তীকালে এটি নানা কারণে বন্ধ হয়ে যায়। আবার তাজ গ্রুপের হাত ধরে নতুন করে চালু করা হল। 

অম্বুজা গ্রুপের চেয়ারম্যান জানান, আগে এই রিসর্টে স্থানীয় কর্মীরাই নানা পরিষেবা দিতেন। নতুন ভাবে শুরু হলেও তাঁদের কাউকেও ছাটাই করা হয়নি। বরং দেড় বছর ধরে প্রশিক্ষণ দিয়ে তাদের গ্রুমিং করা হয়েছে। কলকাতা থেকে মাত্র দুই ঘণ্টা দূরত্বে, রায়চক এখন বিলাসবহুল অবকাশ যাপনের নতুন গন্তব্য। গঙ্গার তীরে দুর্গ-শৈলীর স্থাপত্য, স্থানীয় সংস্কৃতি, গ্রামীণ ট্রেইল ও বাংলার ঐতিহ্যবাহী চায়ের সুবাস মিলিয়ে এই রিসর্ট এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে দেশি-বিদেশি পর্যটকদের।

বিস্তারিত জানতে:  Taj Ganga Kutir, Raichak  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।