Homeভ্রমণভ্রমণের খবরপর্যটনে রেকর্ড! এক বছরে ১৮.৫ কোটি পর্যটকের পা পড়ল বাংলায়

পর্যটনে রেকর্ড! এক বছরে ১৮.৫ কোটি পর্যটকের পা পড়ল বাংলায়

প্রকাশিত

পর্যটনের ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্পর্শ করল পশ্চিমবঙ্গ। ২০২৪ সালে রাজ্যে মোট ১৮.৫ কোটি পর্যটকের আগমন ঘটেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যা। সোমবার রাজ্য বিধানসভায় এই তথ্য প্রকাশ করেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন।

এই সংখ্যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ প্রতিবেশী বাংলাদেশে অশান্তির কারণে গত বছরের আগস্ট থেকে সে দেশের নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। সাধারণত বাংলাদেশ থেকেই সর্বাধিক পর্যটক আসেন রাজ্যে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে রাজ্যে এসেছিলেন ১৪.৫ কোটি পর্যটক, এবং ২০২২ সালে এসেছিলেন ৮.৪ কোটি। ২০২২ সালে ১০ লক্ষ বিদেশি পর্যটক এসেছিলেন। রাজ্য এবার কেরল ও রাজস্থানের মতো পর্যটন কেন্দ্রগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে এবং বিগত বছরে সেই দুই রাজ্যকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন পর্যটনমন্ত্রী।

বর্তমানে রাজ্যে ৫,৩২২টি হোমস্টে রয়েছে এবং পর্যটন দফতর এই পরিষেবার মানোন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পর্যটন শিল্পকে আরও উন্নত করতে ‘সাংস্কৃতিক পর্যটন’-এর উপর জোর দেওয়া হচ্ছে, বিশেষত হোমস্টে পরিকাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (TAFI) পূর্বাঞ্চলীয় কমিটির প্রতিনিধি অনিল পাঞ্জাবি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে উল্লেখযোগ্য বৃদ্ধির কারণ এর বৈচিত্র্যময় আকর্ষণ এবং সাশ্রয়ী ভ্রমণ খরচ। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি, আধুনিক সুযোগ-সুবিধা—সব মিলিয়ে রাজ্য পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।

ভারতীয় অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস (IATO)-এর পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন, “পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গের উত্থান কোনও কাকতালীয় ঘটনা নয়। এটি সরকারের এবং পর্যটন শিল্পের যৌথ প্রচেষ্টার ফল। সাম্প্রতিক সরকারি উদ্যোগ ও ইভেন্টের কারণে আমরা বিশ্ব পর্যটনের মানচিত্রে দৃঢ়ভাবে জায়গা করে নিচ্ছি।”

তবে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে অশান্তির কারণে পর্যটকের সংখ্যা আরও বেশি হতে পারত। ২০২৪ সালের আগস্ট থেকে মূলত চিকিৎসার প্রয়োজনেই বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হয়েছে, যার ফলে ভ্রমণ পর্যটনে প্রভাব পড়েছে।

পর্যটনের এই সাফল্যে রাজ্য সরকার নতুন উচ্চতায় পৌঁছতে চাইছে এবং আগামী দিনে আরও উন্নত পরিষেবা নিশ্চিত করতে চাইছে বলে সূত্রের খবর।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।