HomeUncategorizedজম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

প্রকাশিত

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিধায়কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমদ শেখ ৩৭০ ধারার সমর্থনে একটি ব্যানার প্রদর্শন করলে তা নিয়ে বিরোধী নেতা সুনীল শর্মা আপত্তি জানান। এতে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি সামাল দিতে বিধানসভার মার্শালরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং বিধায়কদের আলাদা করেন। বিজেপি বিধায়কদের জোর করে বের করে দেওয়া হয়। বিজেপি নেতারা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন, দাবি করেন যে তিনি খুরশিদ আহমদ শেখের দিকে পক্ষপাত করছেন।

পরে অধিবেশন সাময়িকভাবে পুনরায় শুরু হলেও, কিছুক্ষণের মধ্যেই তা আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়।এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি রবীন্দর রাইনা ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেসের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “কংগ্রেস কা হাত পাকিস্তান কে সাথ, কংগ্রেস কে হাত সন্ত্রাসবাদীদের সাথ।”

৩৭০ ধারা পুনঃস্থাপনের প্রস্তাব নিয়ে উত্তেজনা

৩৭০ ধারা নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি বুধবারও দেখা গিয়েছিল, যখন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী রাজ্যের বিশেষ মর্যাদা পুনঃস্থাপনের প্রস্তাব আনেন। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার এই বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছিল। এই প্রস্তাবের বিরোধিতা করতে বিজেপি বিধায়করা প্রস্তাবের কাগজ ছিঁড়ে তার টুকরোগুলি বিধানসভায় উড়িয়ে দেন। এসময় শেখ খুরশিদও সেখানে প্রবেশের চেষ্টা করেন, তবে তাঁকে মার্শালরা আটকায়। এনসি সদস্যরা প্রস্তাবটি পাশের দাবিতে স্লোগান তোলেন।

প্রসঙ্গত, ৩৭০ ধারা নিয়ে বিতর্ক এবং বিধানসভায় এই সংঘর্ষ জম্মু-কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির গভীর মতপার্থক্যকে সামনে তুলে ধরছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।