Homeখবরকলকাতাবড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় চলছে ১৭তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব

বড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় চলছে ১৭তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব

প্রকাশিত

নীলাদ্রি পাল

প্রকৃত ইতিহাসই পারে মানবসমাজকে এগিয়ে নিয়ে যেতে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষ তার এগিয়ে চলার পথকে সুগম করতে পারে। অনেক সময় ইতিহাসকে বিকৃত করে সমাজের সামনে পেশ করা হয়েছে বা হয়ে চলেছে। 

মানুষকে প্রকৃত ও সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে সাবর্ণ সংগ্রহশালা নিরন্তর কাজ করে চলেছে। এই কাজের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর কলকাতার পর্যটন মানচিত্রে কয়েক মাস আগে সাবর্ণ সংগ্রহশালাকে কলকাতার চব্বিশটি দর্শনীয় স্থানের মধ্যে জায়গা করে দিয়েছে। আর একই পাসে কলকাতার চব্বিশটি দর্শনীয় স্থান দেখার জন্য পর্যটন দফতর চালু করেছে ‘ইন্টিগ্রেটেড সিটি পাস’।  

উত্তমকুমারকে নিয়ে প্রদর্শনীর একাংশ।

২০০৬ সাল থেকে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ বড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় প্রতি বছর আন্তর্জাতিক ইতিহাস উৎসবের আয়োজন করে চলেছে। এই বছরের আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা হল ৫ ফেব্রুয়ারি। বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধন করেন অভিনেতা ও সাবর্ণ সংগ্রহশালার ব্র্যান্ড অ্যাম্বাসাডর অরুণ বন্দোপাধ্যায়, নীলাদ্রি লাহিড়ী, সুদীপ মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং ‘নেতাজি সুভাষ’ বাংলা টিভি সিরিয়ালে নেতাজির ছোটোবেলার চরিত্রে অভিনয় করা অঙ্কিত মজুমদার। 

আন্তর্জাতিক ইতিহাস উৎসবে এ বারের থিম কান্ট্রি কেনিয়া। কেনিয়ার বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়েছে এই ইতিহাস উৎসবে। এ ছাড়াও রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হয়েছে শিল্পী সংসদের সহযোগিতায় অভিনেতা উত্তমকুমার এবং সংগীতশিল্পী বিমান মুখোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে প্রদর্শিত হয়েছে স্বাধীনতার তিন দিন পরে অর্থাৎ ১৯৪৭-এর ১৮ আগস্ট উত্তমকুমার তথা  অরুণকুমার মুখার্জির সই করা কলকাতা পোর্ট ট্রাস্টের ক্যাশ বিভাগে করণিক হিসেবে যোগ দেওয়ার জন্য এক হাজার টাকা জমা দেওয়া একটি রসিদের কপি। এ ছাড়াও রয়েছে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছায়াছবির হাতে লেখা মূল ম্যানুস্ক্রিপ্টটি। প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের মানুষদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

অরুণ কুমার মুখার্জির সই করা রসিদ।

২০২২-এ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্ণ হওয়ার পাশাপাশি ঋষি অরবিন্দের জন্মের সার্ধ শতবর্ষ পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ঋষি অরবিন্দ সম্পর্কে নানা তথ্য ও ইতিহাসের উপাদানও প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস উৎসবে।

এই উৎসবে প্রদর্শনীর মাধ্যমে সাধক রামপ্রসাদের সঙ্গে সাবর্ণ পরিবারের সম্পর্ক তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে সাধক রামপ্রসাদের দস্তখত করা মোঘল আমলের কাবুলতিপত্র প্রদর্শিত হয়েছে।

অনুষ্ঠানে ডাক্তার পার্থসারথি মুখার্জিকে বরণ করা হচ্ছে।

উদ্বোধনের দিন বিকেলে ছিল মজাদার একটি কুইজের আসর। বিভিন্ন ক্ষেত্রের ইতিহাসের ওপর ভিত্তি করে এই কুইজের আসরটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বিকেলের এই অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট, বাঙালিবাদী ডাক্তার পার্থসারথি মুখার্জি। একই ঘটনার ইতিহাসের বিভিন্ন মতবাদের বিষয়ে উল্লেখ করেন তিনি। ইতিহাস আর সঠিক ইতিহাসের আলাদা আলাদা বিষয়গুলির ওপরও আলোকপাত করে ইতিহাস কেন মতবাদের ঊর্ধ্বে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। ইতিহাসকে আবেগবর্জিত ও আরও বেশি তথ্যনির্ভর হওয়ার কথা বলেন। না হলে সমূহ বিপদের আশঙ্কা প্রকাশ করেন ডা. মুখার্জি। 

আন্তর্জাতিক এই ইতিহাস উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

মৃত প্রায় ১৯০০, আহত ৫ হাজারেরও বেশি মানুষ! দফায় দফায় ভূমিকম্প তুরস্ক-সিরিয়ায়

‘ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’, নির্বাচনী প্রচারে দাবি মমতার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।