Homeখবরদেশ'ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর', নির্বাচনী প্রচারে দাবি মমতার

‘ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’, নির্বাচনী প্রচারে দাবি মমতার

প্রকাশিত

আগরতলা: সোমবার আগরতলা পৌঁছে গেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে প্রচার সারতে ত্রিপুরা সফর তাঁর। এদিন আগরতলায় পা রেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘ত্রিপুরা আমার ঘরের মতো। পশ্চিমবঙ্গ আমার প্রথম ঘর হলে ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের মন জিতে নিতেই এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এটা আমার নিজেরই ঘর। এখানে এলে আমার মনে হয় আমি নিজের ঘরেই এসেছি। আমি নিজের ভাষাতে কথা বলতে পারি। এখানকার মানুষের খাওয়া দাওয়া, বেশভূষা, চলন বলন সবটাই আমাদের মতই। তৃণমূল সর্বদা ত্রিপুরাবাসীর পাশে আছে। আজ আমি তোমাদের সবাইকে এ কথাটাই বলতে এসেছি’।

সোমবার ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেন মমতা। এদিন পূজো দেওয়ার আগে বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, ‘ত্রিপুরাবাসীকে একটা কথা বলতে চাই। যে সময় বিজেপি অত্যাচার চালাচ্ছিল সাধারণ মানুষের ওপর, সাংবাদিকদের ওপর, আমাদের কর্মীর ওপর। তখন তৃণমূল পাশে থেকে কাজ করেছে’। পুরনো স্মৃতি মনে করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস যখন প্রথমবার ত্রিপুরায় আসে তখন আমি ত্রিপুরায় ঘরের মেয়ের মত কাজ করেছি। বাংলার মতই এই জায়গাটাও আমার একদম নিজের। তবে সে সময় আমি যাদের সাথে কাজ করেছি আজ হয়তো তারা হারিয়ে গেছে’।

উল্লেখ্য, সোমবার আগরতলায় পৌঁছান এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটে নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় , রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব-সহ ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব।

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে