মৃত প্রায় ১৯০০, আহত ৫ হাজারেরও বেশি মানুষ! দফায় দফায় ভূমিকম্প তুরস্ক-সিরিয়ায়

0

সোমবার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম এশিয়ার অনেক দেশ। তুরস্ক, লেবানন, সিরিয়া ও ইজরায়েল-সহ চারটি দেশে সোমবার ভোরে হাজার হাজার মানুষ ভূমিকম্পের কবলে পড়ে। ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিও হয়েছে।

সোমবার ভোরে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিক ভূমিকম্পের পরে ৫০টিরও বেশি আফটারশক হয়েছিল। প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর। রিখটার স্কেলে প্রথম কম্পনটির মাত্রা ৭.৮। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়। তুরস্ক লাগোয়া সিরিয়ার একাংশেও বহু বাড়ি ভেঙে পড়ে।

স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে দ্বিতীয়বার বড়োসড়ো মাত্রার ভূমিকম্প হয়। ভোরবেলায় তুরস্কের যে এলাকা আক্রান্ত হয়েছিল সেই কাহরামানমারাস প্রদেশে ছিল ওই দ্বিতীয় ভূমিকম্পেরও কেন্দ্রস্থল। ভোরবেলার থেকে খুব একটা কম ছিল না এই দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৫। সন্ধ্যায় তৃতীয় ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৬।

জানা গিয়েছে, তুরস্কে এখনও পর্যন্ত ১১২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সিরিয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৮৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ দিনের একের পর এক ভূমিকম্পে তুর্কির অন্তত ১০টি শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাজিয়ানটেপ, কাহরামানমারাশ, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস এলাকায়। এছাড়াও ভূমিকম্পের জেরে বড়সড় ক্ষতি হয়েছে সিরিয়া সীমান্তের আলেপ্পো, হামা এবং লাতাকিয়া এলাকায়।

আরও পড়ুন: তীব্র ভূকম্প তুরস্কে, মৃত অন্তত ৭৬, সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন