Homeখবরদেশ৭৫ মিনিটের ভাষণ! আদানি-প্রসঙ্গ এড়িয়ে কংগ্রেসকেই বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী

৭৫ মিনিটের ভাষণ! আদানি-প্রসঙ্গ এড়িয়ে কংগ্রেসকেই বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠলেও সে ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লোকসভায় বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দিতে প্রধানমন্ত্রী যখন উঠলেন, তখনই বিরোধী বেঞ্চ থেকে আওয়াজ উঠতে শুরু করে, ‘আদানি! আদানি!’ তবে নিজের বক্তব্যে সে সবের তোয়াক্কা না করেই আগাগোড়া চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকেই বিঁধলেন প্রধানমন্ত্রী।

২০০৪ থেকে ২০১৪…

তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন টানা ১ ঘণ্টা ১৫ মিনিট সেই স্বরেই ভাষণ দিয়ে গেলেন লোকসভায়। কিন্তু ‘আদানি’ শব্দটি এক বারের জন্যও উচ্চারণ করলেন না। উল্টে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানার কথা তুলে এনে মোদী বলেন, “২০০৪ থেকে ২০১৪, এই ১০ বছরে দেশের অর্থনীতির হাল ছিল শোচনীয়। সেই সময় দেশে মূল্যবৃদ্ধির হার দুই অঙ্কে পৌঁছে গিয়েছিল। ওই সময়ে দেশে সব থেকে বড়ো দুর্নীতি হয়েছে।” সেই ১০ বছরের দুর্নীতি এখন বিরোধীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির স্ক্যানারের আওতায় এনেছে বলে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, “ভোটাররা যা করতে পারেনি তা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সমস্ত বিরোধী দলকে এক ছাতার তলায় এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা”।

এ ভাবেই প্রধানমন্ত্রীর বক্তৃতায় ঘুরেফিরে উঠে এল কংগ্রেস জমানায় ‘দুর্নীতি’র কথা। বলেন, “আজ সত্যিই দুর্নীতি থেকে মুক্তি পাচ্ছে দেশ। দেশে আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা বিশ্ব আজ ভারতকে ভরসা করে। আর্থিক বৃদ্ধিতে গোটা বিশ্বে পঞ্চম স্থানে ভারত। দেশের অর্থনীতিতে আজ স্থিতাবস্থা, স্থিতিশীল সরকার”।

আজকের ভারত

বিরোধীরা যখন মোদী-আদানি ‘ঘনিষ্ঠতা’ নিয়ে সরব, তখন উন্নয়নের অস্ত্রে সেই বিরোধীদেরই নিশানা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জি ২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব গর্বের বিষয়। দেড়শোর বেশি দেশকে করোনার সঙ্কটকালে ওষুধ-ভ্যাকসিন দিয়ে সাহায্য ভারতের। এর পরেও কিছু মানুষ এই সব সাফল্য দেখতে পান না। ৯ বছরে ৯০ হাজার স্টার্ট আপ হয়েছে দেশে। স্টার্ট-আপে ভারত এখন তৃতীয় স্থানে। মোবাইল ফোন তৈরিতে বিশ্বে দ্বিতীয় স্থানে দেশ। শিক্ষা থেকে খেলাধূলা, ক্রমশ এগিয়ে চলেছে ভারত। অলিম্পিক থেকে ক্রিকেট, কৃতিত্বের সঙ্গে এগিয়ে চলেছে দেশের মেয়েরা। দেশের সর্বত্র আশার আলো, কিন্তু কিছু লোক এখনও হতাশায় ডুবে আছেন। যাঁর যেমন ভাবনা, তেমনটাই দেখেন তিনি। গণতন্ত্রে সমালোচনা দরকার। কিন্তু গত ৯ বছর ধরে শুধুই অভিযোগ আর অভিযোগ বিরোধীদের।”

ঘুরেফিরে নিশানায় কংগ্রেস

এ ছাড়াও ইউপিএ জমানায় উপত্যকা ও উত্তরপূর্ব-সহ দেশের অন্যান্য প্রান্তের পরিস্থিতির কথা তুলে ধরে কংগ্রেসকে একহাত নেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “ইউপিএ-র ১০ বছরের শাসনকালে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা দেশ সন্ত্রাসবাদের কবলে পড়েছিল। জম্মু ও কাশ্মীর থেকে উত্তর-পূর্ব পর্যন্ত সমগ্র অঞ্চলে সহিংসতা ছাড়া আর কিছুই দেখা যায়নি। সেই ১০ বছরে ভারত বিশ্বমঞ্চে এতটাই দুর্বল ছিল, কেউ ভারতের কথা শুনতেই চাইত না”।

যদিও চলমান আদানিকাণ্ড নিয়ে রা কাটলেন না তিনি। এ ব্যাপারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্য, “প্রধানমন্ত্রীর বক্তব্যে আমি সন্তুষ্ট নই। তদন্ত নিয়ে কোনো কথা নেই। যদি উনি (গৌতম আদানি) বন্ধু না হয়ে থাকেন, তা হলে তা তাঁর (প্রধানমন্ত্রীর) বলা উচিত। এটা পরিষ্কার যে, প্রধানমন্ত্রী তাঁকে (গৌতম আদানি) সুরক্ষা দিচ্ছেন”।

আরও পড়ুন: বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি-র, পুরো বক্তব্যই পেশ করলেন রাজ্যপাল

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...