Homeরাজ্যদঃ ২৪ পরগনাআবারও মিড ডে মিল ঘিরে বিতর্ক, কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া

আবারও মিড ডে মিল ঘিরে বিতর্ক, কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: আবারও মিড ডে মিল বিতর্ক। এ বার মিড ডে মিল খেয়ে সুন্দরবনের কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া। সোমবার মিড ডে মিলের খাবারে দেওয়া হয়েছিল মাংসের ঝোল আর ভাত। খাবার খেয়ে অসুস্থ অনেক পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলির জালাবেড়িয়া-২ পঞ্চায়েতের নকুল সহদেব হাইস্কুলে।

অভিভাবকদের অভিযোগ, স্কুলের মিডে মিলে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছিল বাসি মাংস। গোটা ঘটনায় অভিভাবকদের অভিযোগের তীর স্কুলের প্রধান শিক্ষকের দিকে। অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়াকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনায় উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। খবর পেয়ে স্কুলে হাজির হন স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী। অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি এ দিন জানান।

এমনকী খাবারের মধ্যে কেরোসিনের গন্ধ ছিল বলেও অভিযোগ করেন অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েন অভিভাবকরা। গত মাসেই স্কুলের মিড ডে মিলে সপ্তাহে একদিন মাংস দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। সেইমতো স্কুলের মেনুতে সোমবার মাংস, ভাত পরিবেশন করা হয়।

অসুস্থ পড়ুয়াদের জামতলার জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার বলেন, কেউ তেমন গুরুতর অসুস্থ হয়নি। ইতিমধ্যে ৮২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিছুজনকে পর্যবেক্ষণের জন্য জামতলার জয়নগর কুলতলির গ্রামীণ হাসপাতালে রাখা হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

তবে স্কুলের অভিভাবকরা জানান, এর আগেও এই স্কুলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর মিড ডে মিলের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল। এ দিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: জিএসটি-র আওতায় আসবে পেট্রোল-ডিজেল?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।