Homeখবরদেশউজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত

নয়াদিল্লি: অবশেষে মিলল সাফল্য। উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনার দীর্ঘদিন পর ওষুধ উৎপাদক সংস্থার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরি করার অভিযোগ রয়েছে।

ভারতে তৈরি ওষুধ খেয়ে উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলেই অভিযোগ উঠেছিল। শুরু হয় ঘটনার তদন্ত। মারিয়ন বায়োটেক-এর ৫ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিডিএসসিও-র (CDSCO) ইন্সপেক্টর। অবশেষে গ্রেফতার করা হল তিন প্রস্তুতকারককে। জানা যাচ্ছে, অভিযুক্তদের মধ্যে সংস্থার দুই ডিরেক্টরের নামও ছিল। এর পরেই তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় তিন জনকে।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে নয়ডা ফেজ-৩ থানার আইসি বিজয় কুমার জানান, ধৃতদের মধ্যে এক জন সংস্থার অপারেশন হেড তুহিন ভট্টাচার্য। অন্য জন ম্যানুফ্যাকচারিং কেমিস্ট অতুল রাওয়াত এবং আর একজন অ্যানালিটিক্যাল কেমিস্ট মুল সিং। যদিও বাকি দুই অভিযুক্ত জয়া জৈন এবং শচীন জৈন পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ভারতে তৈরি কাফ সিরাপ খেয়ে দেশের প্রায় ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল উজবেকিস্তান সরকার। সিরাপ পরীক্ষা করে মিলেছিল মাত্রাতিরিক্ত ইথিলিন গ্লাইকল, যা শিশুদের জন্য বিষ বলেই দাবি করেছিল সে দেশের সরকার। ঘটনার তদন্তে নেমে অবশেষে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন : বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বিমানবন্দরে নামতেই গ্রেফতার ছাত্র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।