Homeখবরদেশবিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বিমানবন্দরে নামতেই গ্রেফতার ছাত্র

বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বিমানবন্দরে নামতেই গ্রেফতার ছাত্র

প্রকাশিত

বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার আরও একটি ঘটনা নিয়ে শোরগোল। নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একজন যাত্রী মত্ত অবস্থায় অন্য সহযাত্রীর উপর প্রস্রাব করেছেন বলে অভিযোগ। সূত্রের খবর, বিমানবন্দরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ফ্লাইট নম্বর এএ২৯২-তে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত ৯টা ১৬ মিনিটে নিউইয়র্ক থেকে আকাশে উড়েছিল বিমানটি। ১৪ ঘণ্টা ২৬ মিনিট পরে শনিবার রাত ১০টা ১২ মিনিটে নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, অভিযুক্ত আমেরিকান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করেন। সেটি কোনোভাবে ফুটো হয়ে সহযাত্রীর গায়ে পড়ে। এরপর ওই সহযাত্রী বিমানকর্মীদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

বিমানকর্মীরা বিষয়টি পাইলটকে জানান। পাইলট ঘটনার কথা জানান এটিসি-কে। এর পরই বিষয়টি সিআইএসএফ-কে জানানো হয়। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।

বিমানবন্দরের অন্য একটি সূত্র জানিয়েছে যে ঘটনাটি প্রকাশ্যে আসার পরে সিআইএসএফ-এর সঙ্গে বিমান সংস্থার নিজস্ব নিরাপত্তা দল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়। জানা যায়, ওই ব্যক্তি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি। অভিযুক্ত যুবক তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনো পদক্ষেপ করতে চাননি সহযাত্রী।

তাৎপর্যপূর্ণ ভাবে, গত কয়েক মাসে এই ধরনের দ্বিতীয় ঘটনা প্রকাশ্যে এল। এর আগে, গত বছরের ২৬ নভেম্বর, নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। যেখানে শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় একজন বয়স্ক মহিলার উপর প্রস্রাব করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার রেশ না মিটতেই ফের মদ্যপ অবস্থায় একজন যাত্রী নিজের সহযাত্রীর গায়ে প্রস্রাব করলেন।

আরও পড়ুন: বঞ্চনার অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে চা শ্রমিকরা

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে