Homeখবরদেশ৭৯ বছর বয়সে পিএইচডি! 'বয়স কোনো বাধা নয়' প্রমাণ করলেন অধ্যাপক

৭৯ বছর বয়সে পিএইচডি! ‘বয়স কোনো বাধা নয়’ প্রমাণ করলেন অধ্যাপক

প্রকাশিত

ইচ্ছা থাকলেই উপায় হয়। প্রবাদটির স্পষ্ট প্রতিফলন ধরা পড়ল এক ৭৯ বছর বয়সি অধ্যাপকের অদম্য জেদে। একই সঙ্গে এই বয়সে পিএইচডি করে তিনি প্রমাণ করলেন বয়স কোনো বাধা নয়!

বুধবার ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞানে নিজের পিএইচডি শংসাপত্র পেলেন প্রভাকর কুপ্পাহাল্লি নামে ওই অধ্যাপক। জ্ঞানের সন্ধানে বয়স যে কোনো বাধা হতে পারে না, সে কথাকেই আবারও এক বার প্রমাণ করল তাঁর দৃঢ়তা।

বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর এক জন ভিজিটিং ফ্যাকাল্টি সদস্য প্রভাকর। চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ওই কলেজ থেকেই তিনি পিএইচডি করার জন্য নথিভুক্ত হয়েছিলেন। প্রভাকর বলেন, “পিএইচডি করার স্বপ্ন দেখে এসেছি দীর্ঘদিন ধরে। সেই কবে কম বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার সময় এটার একটা পরিকল্পনা করেছিলাম। তবে পরিস্থিতির চাপে পড়ে সেটা আর সম্ভব হয়নি”।

এ ভাবেই কেটে গিয়েছে বেশ কয়েক দশক। প্রভাকর বলেন, “৭৫ বছর বয়সে এসে আবারও পিএইচডি করার পরিকল্পনা করি। পদার্থ বিজ্ঞানে পিএইচডি করার জন্য ২০১৭ সালে আমি নাম নথিভুক্ত করেছিলাম। তার পর কেটে গিয়েছে পাঁচটা বছর। আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি”।

প্রভাকরের স্ত্রী একজন গৃহবধূ, তাঁদের ছেলে আইটি ইঞ্জিনিয়ার। প্রভাকর জানান, কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর কেশবের সহযোগিতা ছাড়া তাঁর পক্ষে পিএইচডি করা সম্ভব হতো না। তিনিই ছিলেন প্রভাকরের গাইড।

উল্লেখ্য, ১৯৪৪ সালের ১ মার্চ জন্ম প্রভাকরের। ১৯৬৬ সালে আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কয়েক বছর আইআইটি বোম্বেতে কাজ করেছিলেন। ১৯৭৬ সালে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। ভারতে ফিরে আসার আগে প্রায় ১৫ বছর কাজ করেন সেখানে। হতে পারে আশি ছুঁতে চলেছেন তিনি, কিন্তু এখনও পর্যন্ত পড়ুয়াদের শিক্ষাদান করছেন। গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গবেষণাধর্মী লেখাও চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: বিতর্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, বিমানে ধূমপান নিয়ে নয়া শোরগোল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।