Homeখবরদেশবিতর্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, বিমানে ধূমপান নিয়ে নয়া শোরগোল

বিতর্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, বিমানে ধূমপান নিয়ে নয়া শোরগোল

প্রকাশিত

নয়াদিল্লি: বিতর্কিত ঘটনার জেরে লাগাতার খবরের শিরোনামে উঠে আসছে এয়ার ইন্ডিয়া সম্প্রতি বিমানে থাকা যাত্রীদের অবাধ্য আচরণের সঙ্গে সম্পর্কিত এই সব ঘটনা। ফের বিমানকর্মীদের সঙ্গে এক যাত্রীরে বিতণ্ডায় জড়িয়ে পড়ার একটি ভিডিও প্রকাশ্যে এল। এই ঘটনাটি এয়ার ইন্ডিয়ার মুম্বই-লন্ডন ফ্লাইটে। যেখানে ৩৭ বছর বয়সি রমাকান্ত দ্বিবেদী নামে এক যাত্রী বিমানের শৌচাগারে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছিলেন।

জানা গিয়েছে, রমাকান্ত এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁর বিরুদ্ধে বিমানের শৌচাগারে ধূমপান, সহযাত্রী এবং বিমানকর্মীদের সঙ্গে বচসার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবারের। তবে এখন, ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নতুন করে শোরগোল।

রিপোর্ট অনুযায়ী, বিমানকর্মীরা জানিয়েছেন যে রমাকান্ত ফ্লাইটের দরজা খোলার চেষ্টা করেছিলেন। বিষয়টি থেকে দৃষ্টি ঘোরাতে রমাকান্ত বিমানকর্মীদের বলেন, তিনি ওষুধ খেতে যাচ্ছিলেন। কিন্তু তাঁর লাগেজ পরীক্ষা করে এমন কোন ওষুধ উদ্ধার হয়নি। ফ্লাইটে ধূমপানের অভিযোগে সাহার থানায় রমাকান্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না কি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তা নিশ্চিত করতে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, “লন্ডন থেকে মুম্বইগামী আমাদের এআই১৩০ বিমানের এক যাত্রী গত ১০ মার্চ শৌচাগারে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন। বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এবং অভব্য আচরণ করেন”।

বিমান সংস্থা আরও বলেছে, “বিমানটি মুম্বই পৌঁছানোর পর অভিযুক্তকে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার বিষয়ে নিয়ন্ত্রককে যথাযথ ভাবে অবহিত করা হয়েছে। আমরা চলমান তদন্তে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি”।

মুম্বই পুলিশের সূত্র বলছে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৩৬ এবং এয়ারক্রাফ্ট অ্যাক্ট ১৯৩৭-এর ধারা ২২-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টায় এ মামলায় চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর, নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রস্রাব-কাণ্ড নিয়ে ব্যাপক শোরগোল। বিমানে এক নেশাগ্রস্ত ব্যক্তি তাঁর পাশে বসা মহিলার উপর প্রস্রাব করেছিলেন বলে অভিযোগ। এরপরে, আমেরিকায় কর্মরত ভারতীয় শঙ্কর মিশ্র নামে ওই অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়। তাঁর জন্য চার মাসের নিষেধাজ্ঞা জারি করে বিমান সংস্থা।

আরও পড়ুন: ১ বর্গ ফুটের দাম ১.৪ লক্ষ টাকা! মুম্বইয়ের একটি বহুতলের ট্রিপলেক্স বিক্রি হল ২৫২ কোটি টাকায়

সাম্প্রতিকতম

গাজায় যুদ্ধবিরতি কার্যকর, প্রথম তিন বন্দির মুক্তির নাম প্রকাশ করল হামাস

গাজায় যুদ্ধবিরতি কার্যকর। হামাসের তিন বন্দির মুক্তির নাম প্রকাশের পরে শুরু হল যুদ্ধবিরতি। ইসরায়েলি হামলায় দেরি ও ১৩ জনের প্রাণহানির খবর।

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।

সইফ আলি খানের উপর হামলাকারী ‘বাংলাদেশি নাগরিক’, ভারতে এসে নামও পরিবর্তন করে, জানাল পুলিশ

সাইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

আরও পড়ুন

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ১২ ভারতীয় নিহত, ১৬ জন নিখোঁজ, জানাল বিদেশ মন্ত্রক

রুশ সেনাবাহিনীতে ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করল বিদেশ মন্ত্রক। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। দ্রুত প্রত্যাবর্তনের জন্য উদ্যোগ নিচ্ছে ভারত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে