Homeখবরদেশবিতর্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, বিমানে ধূমপান নিয়ে নয়া শোরগোল

বিতর্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, বিমানে ধূমপান নিয়ে নয়া শোরগোল

প্রকাশিত

নয়াদিল্লি: বিতর্কিত ঘটনার জেরে লাগাতার খবরের শিরোনামে উঠে আসছে এয়ার ইন্ডিয়া সম্প্রতি বিমানে থাকা যাত্রীদের অবাধ্য আচরণের সঙ্গে সম্পর্কিত এই সব ঘটনা। ফের বিমানকর্মীদের সঙ্গে এক যাত্রীরে বিতণ্ডায় জড়িয়ে পড়ার একটি ভিডিও প্রকাশ্যে এল। এই ঘটনাটি এয়ার ইন্ডিয়ার মুম্বই-লন্ডন ফ্লাইটে। যেখানে ৩৭ বছর বয়সি রমাকান্ত দ্বিবেদী নামে এক যাত্রী বিমানের শৌচাগারে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছিলেন।

জানা গিয়েছে, রমাকান্ত এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁর বিরুদ্ধে বিমানের শৌচাগারে ধূমপান, সহযাত্রী এবং বিমানকর্মীদের সঙ্গে বচসার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবারের। তবে এখন, ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নতুন করে শোরগোল।

রিপোর্ট অনুযায়ী, বিমানকর্মীরা জানিয়েছেন যে রমাকান্ত ফ্লাইটের দরজা খোলার চেষ্টা করেছিলেন। বিষয়টি থেকে দৃষ্টি ঘোরাতে রমাকান্ত বিমানকর্মীদের বলেন, তিনি ওষুধ খেতে যাচ্ছিলেন। কিন্তু তাঁর লাগেজ পরীক্ষা করে এমন কোন ওষুধ উদ্ধার হয়নি। ফ্লাইটে ধূমপানের অভিযোগে সাহার থানায় রমাকান্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না কি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তা নিশ্চিত করতে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, “লন্ডন থেকে মুম্বইগামী আমাদের এআই১৩০ বিমানের এক যাত্রী গত ১০ মার্চ শৌচাগারে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন। বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এবং অভব্য আচরণ করেন”।

বিমান সংস্থা আরও বলেছে, “বিমানটি মুম্বই পৌঁছানোর পর অভিযুক্তকে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার বিষয়ে নিয়ন্ত্রককে যথাযথ ভাবে অবহিত করা হয়েছে। আমরা চলমান তদন্তে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি”।

মুম্বই পুলিশের সূত্র বলছে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৩৬ এবং এয়ারক্রাফ্ট অ্যাক্ট ১৯৩৭-এর ধারা ২২-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টায় এ মামলায় চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর, নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রস্রাব-কাণ্ড নিয়ে ব্যাপক শোরগোল। বিমানে এক নেশাগ্রস্ত ব্যক্তি তাঁর পাশে বসা মহিলার উপর প্রস্রাব করেছিলেন বলে অভিযোগ। এরপরে, আমেরিকায় কর্মরত ভারতীয় শঙ্কর মিশ্র নামে ওই অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়। তাঁর জন্য চার মাসের নিষেধাজ্ঞা জারি করে বিমান সংস্থা।

আরও পড়ুন: ১ বর্গ ফুটের দাম ১.৪ লক্ষ টাকা! মুম্বইয়ের একটি বহুতলের ট্রিপলেক্স বিক্রি হল ২৫২ কোটি টাকায়

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?