Homeখেলাধুলো'এখানেই খাব এবং ঘুমাব', ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

‘এখানেই খাব এবং ঘুমাব’, ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

প্রকাশিত

নয়াদিল্লি: ফের ধর্নায় বসলেন দেশের নামী কুস্তিগিররা। চলতি বছরের শুরুতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-র প্রধান এবং অন্যান্য প্রশিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তাঁরা। প্রায় মাসতিনেক পর মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ফিরে এসেছেন তাঁরা৷

কেন্দ্রীয় দিল্লির কনৌট প্লেস থানায় ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। অভিযোগের ভিত্তিতে এখনও এফআইআর দাখিল করা হয়নি। এ ব্যাপারে দিল্লি পুলিশের দিকেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তাঁরা।

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, তাঁরা হতাশ যে এই বিষয়ে সংশ্লিষ্ট সরকারি প্যানেলের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তাঁর কথায়, “আমরা চাই যে রিপোর্টে মহিলা কুস্তিগিরদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, তা প্রকাশ্যে আনা হোক। এটি একটি সংবেদনশীল বিষয়, অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে”। একই সঙ্গে তিনি বলেন, অভিযোগকারীদের নাম ফাঁস করা উচিত নয়।

দেশের আরেক শীর্ষ কুস্তিগির বজরং পুনিয়া বলেন, “ব্রিজভূষণকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”

বিনেশ ফোগাটের অভিযোগ, “যত দিন না বিচার পাই আমরা এখানেই খাব এবং ঘুমাব। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বাকি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি গত তিন মাস ধরে। কমিটির তরফেও কোনো উত্তর দেওয়া হচ্ছে না। আমাদের ফোন ধরা হয় না। আমরা দেশের জন্য পদক জিতেছি। কিন্তু তার পরেও আমাদের কেরিয়ার ঝুঁকির মধ্যে।”

প্রসঙ্গত, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে গত ২৩ জানুয়ারী কিংবদন্তি বক্সার এমসি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করেছিল ক্রীড়ামন্ত্রক। বলা হয়েছিল, এক মাসের মধ্যে নিজের রিপোর্ট জমা করবে। পরে, এর জন্য দুই সপ্তাহের সময়সীমাও বাড়ানো হয়। প্রতিবাদী কুস্তিগিরদের জেদের কাছে নতিস্বীকার করে তদন্ত প্যানেলে ববিতা ফোগাটকে ষষ্ঠ সদস্য হিসাবে যুক্ত করা হয়।

এপ্রিলের প্রথম সপ্তাহে কমিটি নিজের রিপোর্ট জমা করলেও তা মন্ত্রকের তরফে এখনও প্রকাশ্যে আনা হয়নি। একটি সূত্র জানায়, বেশ কয়েকটি শুনানির পরও কুস্তিগিররা ফেডারেশন প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ করতে পারেননি!

অন্য দিকে, ব্রিজভূষণের অভিযোগ, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউ জাতীয় স্তরে একটাও প্রতিযোগিতায় নামেনি। সেটা নিয়ে কথা বলেছি বলেই তাঁর উপর রাগ। তাই তাঁকে ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুন: এক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।