কলকাতা: রাজ্য জুড়ে তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। সেই মেয়াদ শেষে আগামী সোমবার (২৪ এপ্রিল) থেকে ফের খুলছে সমস্ত স্কুল।
গত ১৭ এপ্রিল সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর স্কুল খোলা থাকবে না ছুটি বহাল থাকবে তা নিয়ে প্রশ্ন জাগছিল স্কুলের শিক্ষক থেকে পড়ুয়াদের অভিভাবকের মধ্যে। সেই ধোঁয়াশা কাটিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন স্কুল খুলছে। আনন্দবাজার অনলাইনের কাছে তিনি বলেন, ‘‘নোটিসে যেমন বলা হয়েছিল, তা-ই হবে। পরবর্তী নোটিস না এলে ছুটি এক সপ্তাহেরই হবে বলে লেখা ছিল সেখানে। নোটিস যখন আসেনি, তার অর্থ স্কুল সোমবার থেকেই খুলবে।’’
অত্যধিক গরমের জন্য নির্দিষ্ট সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি পড়ার কথা। সাধারণত ২৪ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হয় গ্রীষ্মকালীন ছুটি। তবে এ বছর প্রায় তিন সপ্তাহ আগে, ২ মে থেকেই এই ছুটি পড়বে।
শেষ কয়েক দিন ধরে তীব্র দহনের কারণে ছুটি দেওয়ার সময় অনেক স্কুলের পরীক্ষা চলছিল। সেই বাকি পরীক্ষাগুলি সোমবার স্কুল খুললে আবার হবে বলে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী মনে করা হচ্ছে। তবে সোমবার থেকে পুনরায় স্কুল খোলার পর গ্রীষ্মের ছুটি পড়ার আগে এক সপ্তাহ কী ভাবে পড়াশোনা হবে, তা স্কুলগুলিই ঠিক করবে।
আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পঞ্জাবের