Homeখবররাজ্যএক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

এক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

প্রকাশিত

কলকাতা: রাজ্য জুড়ে তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। সেই মেয়াদ শেষে আগামী সোমবার (২৪ এপ্রিল) থেকে ফের খুলছে সমস্ত স্কুল।

গত ১৭ এপ্রিল সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর স্কুল খোলা থাকবে না ছুটি বহাল থাকবে তা নিয়ে প্রশ্ন জাগছিল স্কুলের শিক্ষক থেকে পড়ুয়াদের অভিভাবকের মধ্যে। সেই ধোঁয়াশা কাটিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন স্কুল খুলছে। আনন্দবাজার অনলাইনের কাছে তিনি বলেন, ‘‘নোটিসে যেমন বলা হয়েছিল, তা-ই হবে। পরবর্তী নোটিস না এলে ছুটি এক সপ্তাহেরই হবে বলে লেখা ছিল সেখানে। নোটিস যখন আসেনি, তার অর্থ স্কুল সোমবার থেকেই খুলবে।’’

অত্যধিক গরমের জন্য নির্দিষ্ট সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি পড়ার কথা। সাধারণত ২৪ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হয় গ্রীষ্মকালীন ছুটি। তবে এ বছর প্রায় তিন সপ্তাহ আগে, ২ মে থেকেই এই ছুটি পড়বে।

শেষ কয়েক দিন ধরে তীব্র দহনের কারণে ছুটি দেওয়ার সময় অনেক স্কুলের পরীক্ষা চলছিল। সেই বাকি পরীক্ষাগুলি সোমবার স্কুল খুললে আবার হবে বলে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী মনে করা হচ্ছে। তবে সোমবার থেকে পুনরায় স্কুল খোলার পর গ্রীষ্মের ছুটি পড়ার আগে এক সপ্তাহ কী ভাবে পড়াশোনা হবে, তা স্কুলগুলিই ঠিক করবে।

আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পঞ্জাবের

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ইঙ্গিত, কলকাতা সহ বহু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে ঘূর্ণাবর্তের হাত ধরে। কলকাতা সহ উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুকনো নদীতে ফিরতে পারে জল।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন আসন্ন, আজ থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বর্ষা আসছে আগামী ২৪-৪৮ ঘণ্টায়। ১৬ জুন থেকে শুরু ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা।

খাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম ধাপে ৫৫৯৩ দোকানে সমীক্ষা

রেশন পরিষেবার মান যাচাইয়ে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। প্রথম পর্যায়ে রাজ্যের ৫৫৯৩টি রেশন দোকানে চলবে সোশ্যাল অডিট, জানানো হবে গ্রাহক ও দোকান কর্মীদের মতামত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে