Homeখবরদেশদান্তেওয়াড়া মাওবাদী হামলা: ছত্তীসগঢ়ে আইইডি বিস্ফোরণে ১০ জওয়ান-সহ নিহত ১১

দান্তেওয়াড়া মাওবাদী হামলা: ছত্তীসগঢ়ে আইইডি বিস্ফোরণে ১০ জওয়ান-সহ নিহত ১১

প্রকাশিত

ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় বড়োসড়ো মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে নিহত ১০ জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ান-সহ ১১ জন। আধিকারিকরা জানিয়েছেন, দান্তেওয়াড়া মাওবাদী হামলায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন।

জানা গিয়েছে, দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ানদের নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। সেটাতেই আইইডি হামলা চালানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মাওবাদীরা আইইডি বসিয়েছিল। যে এলাকায় বিস্ফোরণটি হয়েছে সেটি রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

জানা গিয়েছে, যাঁদের উপর হামলা হয়েছে তাঁরা ওই এলাকায় মাওবাদী দমন অভিযানের দায়িত্বে ছিলেন। এ কথা জানিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী টুইটারে জানান, মাওবাদীদের ছাড়া হবে না। ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চলছে এবং তা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

গোটা ঘটনা নিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাঁরা মারা গিয়েছে, তাঁদের নিয়েও কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, গোটা ঘটনায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “দান্তেওয়াড়ায় ছত্তীসগঢ় পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানাই। হামলায় আমরা যে সাহসী কর্মীদের হারিয়েছি তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা।”

প্রসঙ্গত, মাওবাদীদের দমন করতে স্থানীয় আদিবাসীদের নিয়ে ডিআরজি বাহিনী তৈরি করে ছত্তীসগঢ় পুলিশ। গত কয়েক বছরে বস্তার ও দান্তেওয়াড়ায় একাধিক সফল অভিযান চালিয়েছে এই বিশেষ বাহিনী।

আরও পড়ুন: রাজধানী খার্তুম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি! যুদ্ধবিধ্বস্ত সুদানের ভাইরাল ভিডিও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলো-ছায়ার কল্পলোক ও ‘গোড়ার কথা’, বিমল সামন্তের থিমে মাতাবে আহিরীটোলা যুবকবৃন্দের পুজো 

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।