Homeখবররাজ্যবৃষ্টিতে মিলেছে স্বস্তি, সপ্তাহান্তে ফের ভোলবদল আবহাওয়ার

বৃষ্টিতে মিলেছে স্বস্তি, সপ্তাহান্তে ফের ভোলবদল আবহাওয়ার

প্রকাশিত

কলকাতা: টানা কয়েকদিনের অসহ্য গরম শেষে অবশেষে মুক্তি। বৃহস্পতিবারও বিকেলের পর থেকে কলকাতা-সহ জেলায় জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ। শুক্রবার সকালে আকাশ ঝলমলে হলেও বেলা বাড়ার সঙ্গেই আবহাওয়ার ভোলবদলের পূর্বাভাস।

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে এ দিন। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে। ঝড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার ফের বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে।

আগামী বুধবার পর্যন্ত আবহাওয়া এমনই মনোরম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ফলে আগামী ৬-৭ দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি থেকে আপাতত মুক্তি। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। কিন্তু শনিবার থেকে বিক্ষিপ্ত ভাবে শুরু হবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং এবং নীচের দিকে জেলা মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্য দিকে, উত্তরবঙ্গে উপরের জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকবে।

আরও পড়ুন: জ্বলে উঠলেন যশস্বী, জাম্পা! রাজস্থানের কাছে ৩২ রানে হার চেন্নাইয়ের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।