খবর অনলাইন ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি কথাবার্তা বলবেন। বিদেশসচিবের ঘনিষ্ঠদের সূত্রে এই খবর জানা গিয়েছে।
দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং এই সম্পর্ক আরও কী করে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে ঢাকায় বাংলাদেশের মাসুদ বিন মোমেনের সঙ্গে কথা বলবেন বিনয় কোয়াত্রা। এ ছাড়াও সে দেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা আছে তাঁর।
আগামী জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আসার কথা। সেই সফরের সব রকম প্রস্তুতির কাজ সারা হবে বিদেশসচিবের এই সফরে।
গত জানুয়ারি মাসে বাংলাদেশের সংসদ নির্বাচনে বিপুল ভাবে জয়ী হয়ে শেখ হাসিনা পঞ্চম বারের জন্য ক্ষমতাসীন হন। তার পরেই ফেব্রুয়ারিতে তাঁর বিদেশমন্ত্রী হাসান মাহমুদ ভারত সফরে আসেন। দ্বিপাক্ষিক সম্পর্কের সব রকম বিষয় নিয়ে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করে। দুই দেশের মধ্যে সীমান্ত সংলগ্ন যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিদ্যুৎ, শক্তি, জল সম্পদ এবং দু’ দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি বিষয় নিয়ে দুই বিদেশমন্ত্রী কথাবার্তা বলেন।
শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফরই ছিল ভারতের তরফে উচ্চ পর্যায়ের কারও প্রথম সে দেশ সফর।