Homeখবরবাংলাদেশবুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি কথাবার্তা বলবেন। বিদেশসচিবের ঘনিষ্ঠদের সূত্রে এই খবর জানা গিয়েছে।  

দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং এই সম্পর্ক আরও কী করে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে ঢাকায় বাংলাদেশের মাসুদ বিন মোমেনের সঙ্গে কথা বলবেন বিনয় কোয়াত্রা। এ ছাড়াও সে দেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা আছে তাঁর।

আগামী জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আসার কথা। সেই সফরের সব রকম প্রস্তুতির কাজ সারা হবে বিদেশসচিবের এই সফরে।

গত জানুয়ারি মাসে বাংলাদেশের সংসদ নির্বাচনে বিপুল ভাবে জয়ী হয়ে শেখ হাসিনা পঞ্চম বারের জন্য ক্ষমতাসীন হন। তার পরেই ফেব্রুয়ারিতে তাঁর বিদেশমন্ত্রী হাসান মাহমুদ ভারত সফরে আসেন। দ্বিপাক্ষিক সম্পর্কের সব রকম বিষয় নিয়ে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করে। দুই দেশের মধ্যে সীমান্ত সংলগ্ন যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিদ্যুৎ, শক্তি, জল সম্পদ এবং দু’ দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি বিষয় নিয়ে দুই বিদেশমন্ত্রী কথাবার্তা বলেন।

শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফরই ছিল ভারতের তরফে উচ্চ পর্যায়ের কারও প্রথম সে দেশ সফর।     

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করল কেন্দ্র

কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৪৮টি পর্যটন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে