Homeখবরদেশকর্নাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার

কর্নাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার

প্রকাশিত

কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে জোর টানাপোড়েন। মিডিয়া রিপোর্টে প্রকাশ, বুধবার শেষমেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বেছে নিয়েছে কংগ্রেস। সূত্রের মতে, সিদ্দারামাইয়া কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এবং তাঁর ডেপুটি হিসাবে থাকছেন ডিকে শিবকুমার।

বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। শোনা যাচ্ছে, সিদ্দারামাইয়া একাই শপথ নেবেন।

এ ছাড়াও, আগামীকাল (১৮ মে) বিকেল সাড়ে ৩টা নাগাদ কান্তিরাভা স্টেডিয়ামে কংগ্রেস বিধায়ক দলের একটি বৈঠক ডাকা হবে।

এ দিন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার দু’জনেই। প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বেরিয়ে যেতেই দিল্লিতে ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যান শিবকুমার। বেলা দেড়টা নাগাদ প্রায় এক ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর ১০ জনপথ রোডের বাংলো থেকে বেরতে দেখা গেল কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি শিবকুমারকে। আর এর পরই মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীপদে দুই নেতার নাম নিয়ে জল্পনা ছড়ায়।

২২৪ সদস্যের বিধানসভায় ভোটগ্রহণ হয় ১০ মে। ১৩ মে ফলাফল ঘোষণা হলে দেখা যায় কংগ্রেস ১৩৫টি আসন নিয়ে সহজ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যেখানে ক্ষমতাসীন বিজেপি এবং জেডিএস যথাক্রমে ৬৬ এবং ১৯টি আসন পায়।

কর্নাটকের সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জোরালো জয়ে সিদ্দারামাইয়া এবং শিবকুমার উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তাঁদের ভূমিকা ছিল দেখার মতোই। কিন্তু জয়ের পর মুখ্যমন্ত্রী বাছতেই হিমশিম খেতে হয় কংগ্রেসকে।

আরও পড়ুন: কর্নাটকের মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স অব্যাহত, সিদ্দারামাইয়া এবং শিবকুমারের জন্য নয়া ‘ফরমুলা’ কংগ্রেসের!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।