পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্থানীয় অনুষ্ঠান হয়, যাকে মাচা অনুষ্ঠান বলা হয়। এই মাচা অনুষ্ঠানে বিভিন্ন নামীদামী ফিল্ম স্টারেরা দর্শকদের মনোরঞ্জন করতে যান। এইসব অনুষ্ঠানে জনতার দাবি কিংবা আবদারে অনেক কিছু করতে হয় তারকাদের।
সম্প্রতি ফের খবরের শিরোনাম দখল করলেন কৌশানী। তবে এইবার আর ছবি বা ভিডিও পোস্ট করে নয় বরং গানের ভিডিওর মাধ্যমে। তার গানের ভিডিও নিয়ে চলল তর্ক বিতর্ক, আলোচনা-সমালোচনা যার জেরে লাইমলাইটে এখন কৌশানী মুখার্জি।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কৌশানি মুখার্জির একটি মাচা অনুষ্ঠানের গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
এক কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়েই জনপ্রিয় গান ‘তেরে বিনা কিক মুঝে মিলতি নেহি’ গাইতে শুরু করেন নায়িকা। বেসুরো গলায় গান গেয়ে তুমুল কটাক্ষের সম্মুখীন হলেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি।
এমনকি তাকে কোনদিনও গান না গাওয়ার অনুরোধ জানালেন শ্রোতারা। টলিউড ইন্ডাস্ট্রিতে কয়েক বছর আগেই পা রেখেছেন এই অভিনেত্রী। কাজ করেছেন হাতেগোনা কয়েকটি সিনেমায়। তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে।
অভিনেত্রীরাও দর্শকদের ভরপুর বিনোদন দিয়ে থাকার চেষ্টা করে থাকে কিন্তু এমনই বিনোদন দিতে গিয়ে ফাঁপড়ে পড়লেন অভিনেত্রী, প্রশংসার বদলে মিললো সমালোচনা। স্টেজ শোতে দর্শকদের জন্য গান গাইতে গিয়ে চরম ট্রোলড হলেন তিনি।
ভিডিও- ইউটিউব
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

                                    