Homeবিনোদনকিয়ারা ও সিদ্ধার্থের জীবনে এল নতুন অতিথি, ‘সত্যপ্রেম কী কথা’ ছবির ...

কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে এল নতুন অতিথি, ‘সত্যপ্রেম কী কথা’ ছবির মুক্তি কবে?  

প্রকাশিত

বলিউডের এই প্রজন্মের সেনসেশন কিয়ারা আদবানি। পরপর বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। তার রূপের আবেদন ও অভিনয়ে মাতোয়ারা দর্শক। তাই বলিউডে তার চাহিদাও তুঙ্গে। একইভাবে আয়-রোজগার বেড়েছে ব্যাপক হারে।

প্রায় শূন্য থেকে শুরু করে বর্তমানে টিনসেল টাউনের অন্যতম নামী ও সফল অভিনেত্রী কিয়ারা। এক একটি ছবি পিছু কোটি টাকার উপরে পারিশ্রমিক হাঁকান তিনি।  এইবার সেই জমানো টাকা দিয়েই দারুণ এক গাড়ি কিনেছেন কিয়ারা।

কিয়ারা এবং তাঁর স্বামী সিদ্ধার্থ মলহোত্রা চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন। জাপানে ছুটি কাটাতেও গিয়েছিলেন তারা। গত সপ্তাহেই সেখান থেকে মুম্বইতে ফিরেছেন।

ছুটি কাটিয়ে ফেরার পরই আবারও কাজ শুরু করেন অভিনেত্রী। মঙ্গলবার, কিয়ারা আদবাণীকে মুম্বইয়ের একটি ডাবিং স্টুডিয়োতে যাওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরায় দেখা গিয়েছে। আর সেখানেই ঘটেছে আরও এক কাণ্ড। সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীকে দেখে সকলেই অবাক। নতুন বিলাসবহুল গাড়িতে দেখা গিয়েছিল কিয়ারাকে।

পাপারাৎজির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে কিয়ারা আডবাণী একটি নতুন কালো মার্সিডিজ বেঞ্চে চড়ে ডাবিং স্টুডিয়োয় আসছেন৷ সম্প্রতি নিজের জন্য বিলাসবহুল গাড়ি কিনেছেন এই অভিনেত্রী। 

এছাড়াও কিয়ার সংগ্রহে বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত মডেলের গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে বিএমডব্লিউ এক্স ৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ডি ও অডি’র নতুন মডেলের গাড়ি।

কিয়ারাকে পরবর্তীতে সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা যাবে। ফের কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই ছবিতে অভিনেত্রী। সমীর বিদ্যান্স পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রন্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া। ছবিটি আগামী ২৯ জুন, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

উল্লেখ্য, কিয়ারা আদবানি অভিনয় শুরু করেন ২০১৪ সালের ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে। এরপর জনপ্রিয়তা পান ২০১৬ সালের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে। ২০১৯ সালে ‘কবির সিং’ সিনেমার মাধ্যমে বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান কিয়ারা।

এছাড়া তিনি অভিনয় করে্রেছে ‘শেরশাহ’ সিনেমায়। এটি ব্যাপক প্রশংসিত হয়েছিল। বর্তমানে কিয়ারা কাজ করেছেন  ‘জুগ জুগ জিও’, ‘ভুল ভুলাইয়া ২’ সহ বেশ কিছু সিনেমায়।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৩-এ রাজাস্থানের প্যালেসে রুপকথার মতো বিয়ে করেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবাণী।

মনীশ মালহোত্রার ডিজাইনিং বিয়ের পোশাকে সেজে উঠেছিলেন কিয়ারা। মনীশ কেবল বর এবং কনের চেহারাই ডিজাইন করেননি, উভয় পক্ষের পরিবারকেও স্টাইলিশ বানিয়েছেন। ১৬টি ক্যুচার ক্রিয়েশন ছিল তাঁদের বিয়েতে। কিয়ারা এবং সিদ্ধার্থের বিবাহের একটি ইথারিয়াল সংস্করণ তৈরি করতে ২০০ টিরও বেশি কারিগর একত্রিত হয়েছিল।

সিড-কিয়ারা বিয়েতে হাজির ছিলেন বলিউডের অনেক চেনা মুখ। এদের মধ্যে রয়েছেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর, ছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা থেকে শুরু করে জুহি চাওলাসহ অনেকেই। ধুমধাম করেই হয়েছিল বিয়ের সব  অনুষ্ঠান।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আরও পড়ুন: মুক্তি পেল স্বস্তিকা-পরমব্রত অভিনীত ‘শিবপুর’ ছবির টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।