Homeখবরদেশস্থলভাগে আঘাত হানার অপেক্ষায় ঘূর্ণিঝড় 'বিপর্যয়', এই রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা

স্থলভাগে আঘাত হানার অপেক্ষায় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, এই রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত

নয়াদিল্লি: আগামী ১৬ জুন ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আবহাওয়াবিদদের মতে, ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় বইতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে দেশের বেশ কিছু রাজ্যে বৃষ্টি হতে পারে আগামী চার দিনের মধ্যে।

স্কাইমেট নামে আবহাওয়ার পূর্বাভাস সংস্থা এনডিটিভি-কে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর জেরে আগামী চার দিনের মধ্যে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, নয়াদিল্লি এবং উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ স্থলভাগে আছড়ে পড়ার পর, তার তীব্রতা হারাবে এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার আগে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপর একটি নিম্নচাপ হিসেবে এগিয়ে যাবে।

স্কাইমেটের ভাইস প্রেসিডেন্ট মহেশ পালাওয়াত জানিয়েছেন, “১৮-১৯ জুনের মধ্যে, নিম্নচাপটি দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের কাছাকাছি পৌঁছাবে। এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি হবে বলে আশা করা হচ্ছে।”

কারণ হিসেবে তিনি জানান, “যখনই বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, তখন সেটার উত্তর-পশ্চিম দিকে যাওয়ার প্রবণতা থাকে, যার ফলে পূর্ব উপকূলে ভারতের মূল ভূখণ্ডে বৃষ্টিপাত বৃদ্ধি পায়। তবে, আরব সাগরের ক্ষেত্রে তা সাধারণত ইয়েমেন এবং ওমানের দিকে চলে যায়।”

ইতিমধ্যে আবহাওয়া বিভাগ জানিয়েছে, বিপর্যয় ১৫ জুন সৌরাষ্ট্র ও কচ্ছের উপর দিয়ে যাবে। গুজরাতের জাখাউ বন্দরের উপর দিয়ে আছড়ে পড়তে পারে। ১৬ জুন দক্ষিণ রাজস্থানে প্রবেশ করবে বিপর্যয়।

আরও পড়ুন: খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে সমুদ্রে টহল, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় জোরদার প্রস্তুতি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।