Homeখবরদেশখোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে সমুদ্রে টহল, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' মোকাবিলায় জোরদার প্রস্তুতি

খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে সমুদ্রে টহল, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় জোরদার প্রস্তুতি

প্রকাশিত

নয়াদিল্লি: একটি “অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়”-এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। মঙ্গলবারও গুজরাত উপকূলের কাছাকাছি গ্রামগুলির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কচ্ছ এবং পাকিস্তানের করাচির মধ্যে ল্যান্ডফল হতে পারে এই ঘূর্ণিঝড়ের।

শুক্রবার ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে বেশ কিছু ট্রেন বাতিল করেছে উত্তর পশ্চিম রেলওয়ে। গুজরাতে ৫৬টি ট্রেন বালিত করা হয়েছে। তার আগে, সোমবার সন্ধ্যায়, খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার কারণে গত মুম্বইয়ের উড়ান চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটি কন্ট্রোল রুম খুলেছে রেলওয়ে। গুজরাতের বেশ কয়েকটি জেলায় রেল যোগাযোগ নিশ্চিত করতে ইমার্জেন্সি কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

আছড়ে পড়ার বহু আগে সোমবার থেকেই ‘বিপর্যয়’-এর প্রভাব শুরু হয়ে গিয়েছে কচ্ছ ও সৌরাষ্ট্র উপকূল-সহ গুজরাতের বিস্তীর্ণ এলাকায়। এমনকি সম্ভাব্য ল্যান্ডফল লোকেশনের বহুদূরে মুম্বইয়ের কোলাবা সৈকতে সোমবার বিকেল থেকে তৈরি হয়েছে জলোচ্ছ্বাস পরিস্থিতি। মুম্বইয়ের জুহু সৈকতের কাছে জলে ডুবে এক বালকের মৃত্যু হয়েছে, অন্য দু’জনকে উদ্ধার করা হয়েছে। আরও দু’জন নিখোঁজ। তাদের খোঁজ চলছে।

জাতীয় আবহাওয়া বিভাগের তরফে মৎস্যজীবীদের গুজরাত, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপের উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুসারে, আসন্ন প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জাহাজগুলিকে সতর্ক করার জন্য বন্দরগুলিকেও সংকেত দেখাতে হবে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে সোমবার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড়ের তাণ্ডব মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বৈঠকে সেসব কথাই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সরকারি আধিকারিকরা। ঘূর্ণিঝড়ে প্রভাবিত হতে পারে এমন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ক্ষেত্রে দ্রুত উদ্ধার কাজের জন্য প্রস্তুতির সঙ্গে সমস্ত প্রয়োজনীয় পরিষেবাগুলির চালু রাখার ব্যাপারে নিশ্চিত করতে বলেছেন মোদী। বিশেষত স্বাস্থ্য, পানীয় জল, টেলিকমিউনিকেশনের দিক থেকে যেন কোনও ব্যবস্থাপনায় ত্রুটি না থাকে, তার বন্দোবস্ত করতেও বলা হয়। পাশাপাশি তিনি বলেন, পশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: মঙ্গলেও বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে বর্ষা কবে আসবে অনিশ্চিত

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...