Homeখবররাজ্যরাজ্য জুড়ে বর্ষার আগমন, কেমন থাকবে আবহাওয়া

রাজ্য জুড়ে বর্ষার আগমন, কেমন থাকবে আবহাওয়া

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বুধবার তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পর বৃহস্পতিবারও কলকাতায় অঝোরে ঝরছে বৃষ্টি। শুক্রবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষার আগমন।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পশ্চিম বর্ধমানের মতো সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। বাকি জেলাগুলিতেও শুক্রবারের মধ্যে বর্ষা প্রবেশ করবে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে প্রতিটি জেলাতেই। ও দিকে, লাল সর্তকতা জারি থাকছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বৃষ্টি বাড়বে মালদহ ও দুই দিনাজপুরে।

এ দিন দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ভারী বৃষ্টির প্রভাবে রাজ্যে কমবে তাপমাত্রাও।

বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের। শনিবারের মধ্যে অন্তত ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

আবহাওয়াবিদদরা আরও জানাচ্ছেন, গত শুক্রবার পর্যন্ত যে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল, সেটা এখন ৩২-৩৩ ডিগ্রির ঘরে নেমে এসেছে। আগামী পাঁচ-ছয় দিনে এটা আরও কমবে। আগামী এক সপ্তাহে কলকাতার গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। কিন্তু তাপমাত্রা কমলেও আর্দ্রতা বেশি থাকার কারণে ঘাম হবে। ফলে যে সময় বৃষ্টি হবে না, তখন অস্বস্তিকর গরম থাকবে।

আরও পড়ুন: রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল, ভোটের মুখে কমিশনার পদে নয়া টানাপোড়েন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলো-ছায়ার কল্পলোক ও ‘গোড়ার কথা’, বিমল সামন্তের থিমে মাতাবে আহিরীটোলা যুবকবৃন্দের পুজো 

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।