Homeখবরদেশশেষ ভরসা সুপ্রিম কোর্ট! ‘মোদী’ পদবি মামলায় রাহুল গান্ধীর আবেদন খারিজ হাইকোর্টে

শেষ ভরসা সুপ্রিম কোর্ট! ‘মোদী’ পদবি মামলায় রাহুল গান্ধীর আবেদন খারিজ হাইকোর্টে

প্রকাশিত

অমদাবাদ: ‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়া এবং দু’বছরের জেলের সাজাই বহাল রাখল গুজরাত হাইকোর্ট।

গত ২৩ মার্চ গুজরাতের সুরত ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে সুরতের অতিরিক্ত দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। ৩ এপ্রিল দায়রা আদালত তাঁর সাজা বহাল রেখেছিল। সেই সাজার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন রাহুল। শুক্রবার সেটাই বহাল রইল হাইকোর্টেও।

এ দিন হাইকোর্ট বলেছে, রাহুলের দোষী সাব্যস্ত হওয়া “ন্যায্য, যথাযথ এবং আইনগত”। বিচারপতি হেমন্ত প্রচ্ছক বলেন, ‘‘নিম্ন আদালত রাহুল গান্ধীর সাজার যে রায় দিয়েছে, তা সঠিক। তাই স্থগিতাদেশ চেয়ে তাঁর আবেদনটি খারিজ করা হল।’’ এর ফলে আপাতত কেরলের ওয়েনাড়ের সাংসদ পদ ফিরে পাচ্ছেন না রাহুল।

বিচারপতি আরও বলেন, “তাঁর (রাহুলের) বিরুদ্ধে অন্তত ১০টি ফৌজদারি মামলার বিচার চলছে। বর্তমান মামলাটির পরেও, তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বীর সাভারকরের নাতিও এ রকম একটি মামলা দায়ের করেছেন”। জানা গিয়েছে, হাইকোর্টের এই নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাহুল।

এ দিকে, আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ফলে আসন্ন বাদল অধিবেশনে সাংসদ পদ খোয়ানো রাহুলের আর সংসদে ফিরে আসার সম্ভাবনা নেই। এর পর সুপ্রিম কোর্টও যদি তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করে, তা হলে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রাহুল গান্ধী।

আরও পড়ুন: হাঁটুতে ‘সার্জিক্যাল প্রসিডিওর’, কেমন আছেন মুখ্যমন্ত্রী?

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।