Homeখবরদেশ'মোদী পদবি' অবমাননা মামলায় সাজা বহাল রাখল দায়রা আদালত, হাইকোর্টে যাচ্ছেন রাহুল...

‘মোদী পদবি’ অবমাননা মামলায় সাজা বহাল রাখল দায়রা আদালত, হাইকোর্টে যাচ্ছেন রাহুল গান্ধী

প্রকাশিত

‘মোদী পদবি’ মামলায় দোষী সাব্যস্ত হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য আরেক বড়ো ধাক্কা। সাজা স্থগিতের আবেদনে সাড়া দিল না সুরতের দায়রা আদালত। পিটিশনে ‘মোদী পদবি’ নিয়ে করা মন্তব্যে ফৌজদারি মানহানির মামলায় নিজের সাজা স্থগিত করার দাবি জানিয়েছিলেন রাহুল, যা আদালত প্রত্যাখ্যান করল বৃহস্পতিবার।

সুরতের দায়রা আদালতের বিচারক রবিন মোঘেরা এ দিন রাহুল গান্ধীর দুই বছরের সাজা স্থগিত করার আবেদনের উপর রায় ঘোষণা করেন। মামলায় রাহুলের সাজা পরিবর্তন করা হয়নি এবং আবেদনটি খারিজ করা হয়েছে। এখন রাহুল গান্ধীর আইনজীবীরা হাইকোর্টে আবেদন জানাতে যাচ্ছেন।

বলে রাখা ভালো, মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল সুরতের দায়রা আদালত। চলমান মানহানির মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে গত ২৩ মার্চ রাহুলকে ‘অপরাধমূলক মানহানির’ মামলায় দোষী সাব্যস্ত করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় রেখে রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’। কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদী, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন তিনি।

ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদী। মামলাকারীর অভিযোগ ছিল, গোটা মোদী সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। তবে সাজা শোনানোর পরই জামিন মিলে যাওয়ায় সে সময় জেলে যাওয়া থেকে রেহাই পান রাহুল!

আদালতের সাজা ঘোষণার পর গত ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করে দেন। এ দিন তাঁর সাজার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ হওয়ায় আপাতত কেরলের ওয়েনাড়ের সাংসদ পদ ফিরে পাচ্ছেন না রাহুল।

আরও পড়ুন: শুক্রবার থেকে ভোলবদল আবহাওয়ার, সপ্তাহান্তে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়

সাম্প্রতিকতম

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

আরও পড়ুন

টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়টা ভাল যাচ্ছে না যোগগুরুর। আগে বিভ্রান্তি কর বিজ্ঞাপন দেওয়া জন্য সুপ্রিম কোর্টের রোষে...

দূরদর্শনের লোগো হল গেরুয়া, প্রতিবাদ মমতার, ভোটের সময় কেন? কমিশনের হস্তক্ষেপ দাবি

শনিবার সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, 'নির্বাচনের সময় হঠাৎ লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত।

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।