Homeখবরদেশভারত চাঁদে, সারা দেশ আনন্দে উদ্বেল, জয়ধ্বনিতে উত্তাল

ভারত চাঁদে, সারা দেশ আনন্দে উদ্বেল, জয়ধ্বনিতে উত্তাল

প্রকাশিত

বেঙ্গালুরু: টানটান প্রতীক্ষার অবসান। অবশেষে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান ৩। পরিকল্পনামাফিক বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁল ভারতীয় মহাকাশযান। এর আগে কোনো দেশই চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালায়নি। এই সফল অভিযানে মহাকাশ-শক্তি (space power) হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরেই ভারত স্বীকৃতি পেল।

এই চন্দ্র-অভিযান নিয়ে উত্তেজনা ও আগ্রহের পাশাপাশি উদ্বেগ ও উৎকণ্ঠাও যথেষ্ট ছিল। বিশেষ করে মাত্র চার দিন আগে রাশিয়ার চন্দ্র-অভিযান ব্যর্থ হওয়ার পরে ভারতের অভিযান নিয়ে সাধারণ মানুষ বেশ উদ্বেগে ছিল। রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ ভেঙে পড়ার পর ভারতের এই সাফল্য বিশেষ গুরুত্বপূর্ণ।

ভারতের এই অভাবনীয় সাফল্যকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ব্রিক্স’-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদী এখন দক্ষিণ আফ্রিকায় আছেন। সেখানে বসেই তিনি চন্দ্রযান ৩-এর অভিযান প্রত্যক্ষ করেন। চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ নামার পরেই তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে বলেন, “এই মুহূর্তটি কখনও ভোলা যাবে না। এটা অভূতপূর্ব। এটা নতুন ভারতের এক জয়ধ্বনি।”

চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁতেই উল্লাস। ছবি: রাজীব বসু।

বুধবার বিকেল থেকেই ইসরো-সহ দেশের বিভিন্ন বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা, অফিসকর্মী মায় সাধারণ মানুষ পর্যন্ত টিভির দিকে চোখ রেখে বসেছিলেন। ‘চন্দ্রযান ৩’ চাঁদের মাটির স্পর্শ করতেই আনন্দে সবাই চিৎকার করে ওঠেন। অনেকেই উত্তেজনায় নাচানাচি শুরু করে দেন। বহু মানুষ জাতীয় পতাকা নাড়তে থাকেন।

ইসরোর বিজ্ঞানী আর কর্মীরা হাততালি দিয়ে ওঠেন। একে অপরকে জড়িয়ে ধরেন। রাস্তাঘাটে শুরু হয়ে যায় নাচানাচি। শুরু হয় বাজি ফাটানো। সারা দেশ যেন এক উৎসবে মেতে ওঠে।

‘চন্দ্রযান ৩’ চাঁদে নামতেই ইসরোর প্রধান এস সোমনাথ বলেন, “ভারত চাঁদে।” তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরেই ভারতই হল চতুর্থ দেশ যারা সাফল্যজনক ভাবে চাঁদের মাটিতে মহাকাশযান নামাতে পারল।

এটা ছিল ভারতের দ্বিতীয় চন্দ্র-অভিযান। এর আগে ২০১৯-এ ইসরোর ‘চন্দ্রযান ২’ মহাকাশযানকে চাঁদের কাছাকাছি কক্ষপথে স্থাপন করা গেলেও তার ল্যান্ডার ভেঙে পড়ে। ফলে সেই অভিযান ব্যর্থ হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...