Homeখেলাধুলোক্রিকেটএক লাফে শীর্ষে! আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে মহম্মদ...

এক লাফে শীর্ষে! আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে মহম্মদ সিরাজ

প্রকাশিত

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। এ বার আইসিসি ওয়ান ডে ফর্ম্য়াটে বোলারদের ক্রমতালিকায় এক নম্বর স্থান অর্জন করলেন তিনি। মঙ্গলবারই নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি।

আইসিসি ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে আট ধাপ প্রথম স্থান অর্জন করেছেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সিরাজের বোলিংয়ে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ওই ম্যাচে সিরাজ ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

এশিয়া কাপ শুরুর আগে ৬৪৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে ছিলেন মহম্মদ সিরাজ। এখন তিনি ৮ স্থান লাফিয়ে প্রথম স্থান অর্জন করেছেন। এখন তাঁর রেটিং ৬৯৪ পয়েন্ট। এশিয়া কাপে ১২.২ গড়ে ১০ উইকেট নিয়েছিলেন সিরাজ। এর আগে, ২০২৩ সালের মার্চ মাসেও এক নম্বর স্থানে পৌঁছেছিলেন তিনি। তারপরে তাঁকে সেই স্থান থেকে সরিয়ে দিয়েছিলেন জোশ হ্যাজলউড। দ্বিতীয় স্থানে থাকা হ্যাজলউডের পয়েন্ট ৬৭৮। তিন নম্বরে রয়েছেন নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭।

ওয়ানডে বিশ্বকাপের আগে মহম্মদ সিরাজের এই পারফরম্যান্স টিম ইন্ডিয়ার জন্য বড়ো স্বস্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। এশিয়া কাপে বুমরাহ ও সিরাজ জুটির মুখোমুখি হওয়াটা কোনো দলের জন্যই সহজ ছিল না। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সিরাজ নিজের ওয়ানডে কেরিয়ারে ৫০ উইকেটও পূরণ করেন।

প্রসঙ্গত, এশিয়া কাপ ফাইনালে ৬টি উইকেট দখল করে আন্তর্জাতিক রেকর্ড ছুঁয়ে ফেলেছেন, এত দিন যে রেকর্ড ছিল শুধুমাত্র শ্রীলঙ্কার চামিন্ডা ব্যাসের। সেই রেকর্ড হল একদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট তোলার রেকর্ড। মাত্র ১৬ বলে এই কাজ হাসিল করেন সিরাজ। এ ছাড়াও প্রথম ভারতীয় হিসাবে এক ওভারে চার উইকেট পাওয়ার রেকর্ড তাঁরই ঝুলিতে।

আরও পড়ুন: একদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট, চামিন্ডার সঙ্গে নিজের নাম জুড়লেন মহম্মদ সিরাজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...