Homeখেলাধুলোক্রিকেটএকদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট, চামিন্ডার সঙ্গে নিজের নাম জুড়লেন মহম্মদ সিরাজ

একদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট, চামিন্ডার সঙ্গে নিজের নাম জুড়লেন মহম্মদ সিরাজ

প্রকাশিত

মূলত মহম্মদ সিরাজের বোলিংয়ের সুবাদে রবিবার শ্রীলঙ্কা একদিনের ক্রিকেটের ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান করল। একদিনের ম্যাচে তাদের সর্বনিম্ন স্কোর ৪৩। ২০১২ সালে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রান করেছিল তারা।

শ্রীলঙ্কাকে এত কম রানে বেঁধে রাখার ক্ষেত্রে রবিবার মূল ভূমিকাটি পালন করলেন মহম্মদ সিরাজ। এ দিন ২১ রান দিয়ে ৬টি উইকেট দখল করলেন তিনি। আর এই করতে গিয়ে তিনি একটি আন্তর্জাতিক রেকর্ড ছুঁয়ে ফেললেন, এত দিন যে রেকর্ড ছিল শুধুমাত্র শ্রীলঙ্কার চামিন্ডা ব্যাসের। সেই রেকর্ড হল একদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট তোলার রেকর্ড। মাত্র ১৬ বলে এই কাজ হাসিল করেন সিরাজ।

আর ৬ উইকেট দখল করার পথে হায়দরাবাদের মহম্মদ সিরাজ আর-একটি রেকর্ড করেছেন। প্রথম ভারতীয় হিসাবে এক ওভারে চার উইকেট পাওয়ার রেকর্ড। এ দিন শ্রীলঙ্কা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে সিরাজ আউট করলেন পাথুম নিসঙ্ক, সাদিরা সমরবিক্রম, চরিত অসলঙ্কা এবং ধনঞ্জয় ডি সিলভাকে। রবিবারের এই পারফরম্যান্স সিরাজকে এনে দিল এ দিনের খেলায় ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর সম্মান।

সিরাজের জয়যাত্রা

আন্তর্জাতিক ক্রিকেটে সিরাজের অভিষেক প্রথমে টি২০ ম্যাচে। ২০১৭ সালে ৪ নভেম্বর তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারের ম্যাচে অভিষিক্ত হন। এর পর ভারতের টেস্ট স্কোয়াডে আসেন সিরাজ। ২০১৮-এর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে দলে রাখা হয়, কিন্তু তিনি খেলার সুযোগ পাননি।

তার তিন মাস পরেই ওই বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি ভারতীয় দলে জায়গা পান। আর একদিনের ম্যাচে সিরাজের অভিষেক হয় ২০১৯-এর ১৫ জানুয়ারি অ্যাডিলেড ওভালে।

সিরাজ আবার ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা পান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২০-এর অক্টোবরে এবং টেস্টে তাঁর অভিষেক হয় ওই বছরেরই ২৬ ডিসেম্বর। টেস্টে তাঁর প্রথম শিকার মার্নাস লাবুশানে। ২০২১-এর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ৫ উইকেট দখল করেন সিরাজ। এটি টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম ৫ উইকেট শিকার।

২০২৩-এর জানুয়ারিতে ভারত-নিউজিল্যান্ড একদিনের ম্যাচের সিরিজে সিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথম একদিনের ম্যাচে সিরাজ ৪ উইকেট নেওয়ায় ভারত ১২ রানে জয়লাভ করে। ২০২৩-এর ২১ জানুয়ারি আইসিসি প্রকাশিত একদিনের ম্যাচে বোলার র‍্যাঙ্কিংয়ে সিরাজ প্রথম স্থানে ছিলেন।

আরও পড়ুন

এশিয়া কাপ: একা হাতেই শ্রীলঙ্কাকে বধ করলেন সিরাজ, একপেশে ফাইনাল জিতে কাপ জয় ভারতের

সাম্প্রতিকতম

বৃষ্টিতে ভাসবে কলকাতা? কী পূর্বাভাস আগামী কয়েক দিনের

খবর অনলাইনডেস্ক: মঙ্গলবার পঞ্চমীর দিন দুপুরের দিকে অল্প সময়ের জন্য তীব্র ঝড়বৃষ্টির কারণে বিপদে...

প্যান্ডেলে লিফলেট বিলি, মূর্তি নিয়ে শহর পরিক্রমা, ষষ্ঠীর কর্মসূচি আন্দোলনকারীদের

খবর অনলাইনডেস্ক: রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় ঢালাও সংস্কারের দাবিতে আমরণ অনশন চলছে ধর্মতলায়। আন্দোলন থেকে যে...

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ ১ম টি২০: সূর্যকুমাররা জয় ছিনিয়ে নিলেন ১১.৫ ওভারেই  

বাংলাদেশ: ১২৭ (১৯.৫ ওভারে) (মেহেদি হাসান মিরাজ ৩৫ নট আউট, নাজমুল হোসেন শান্ত ২৭,...

মহিলা টি২০ বিশ্বকাপ: অরুন্ধতী-শ্রেয়াঙ্কার বলে আর শেফালি-হরমনপ্রীতের ব্যাটে পাকিস্তানের বাধা টপকাল ভারত      

পাকিস্তান: ১০৫-৮ (নিদা দর ২৮, অরুন্ধতী রেড্ডি ৩-১৯, শ্রেয়াঙ্কা পাটিল ২-১২) ভারত: ১০৮-৪ (১৮.৫ ওভারে)...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?