Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: আর একটা পদক পেলেই জাকার্তা এশিয়াডের রেকর্ড ছোঁবে ভারত

এশিয়ান গেমস ২০২৩: আর একটা পদক পেলেই জাকার্তা এশিয়াডের রেকর্ড ছোঁবে ভারত

প্রকাশিত

হ্যাংঝাউ: আর মাত্র একটা স্বর্ণপদক। তা হলেই জাকার্তা এশিয়াডে সর্বাধিক স্বর্ণপদক পাওয়ার রেকর্ড ছোঁবে ভারত। একই সঙ্গে সর্বাধিক পদক পাওয়ার রেকর্ড ছোঁবে তারা। তবে সর্বাধিক পদক পাওয়ার রেকর্ড ছোঁয়ার জন্য যে কোনো পদক পেলেই চলবে।

মঙ্গলবার দিনের শেষে হ্যাংঝাউ এশিয়ান গেমসে ভারতের পাওয়া পদকের সংখ্যা দাঁড়ায় ৬৯। এর মধ্যে সোনা ১৫টি, ২৬টি রুপো আর ২৮টি ব্রোঞ্জ। মোট ৬৯টি পদক। পাঁচ বছর আগে জাকার্তা এশিয়ান গেমসে ভারত পেয়েছিল ১৬টি স্বর্ণপদক। আর তার পাওয়া মোট পদকের সংখ্যা ছিল ৭০। এখনও পর্যন্ত এশিয়ান গেমসের ইতিহাসে এটাই হল ভারতের সর্বোচ্চ প্রাপ্তি।  

এ দিন এশিয়ান গেমসে দু’টি সোনা-সহ আরও ন’টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। মোট পদক পাওয়ার হিসাবে এ দিনও ভারত রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষ স্থানে রয়েছে চিন। তারা পেয়েছে ১৬১টি সোনা, ৯০ রুপোটি এবং ৪৬টি ব্রোঞ্জ, মোট ২৯৭টি পদক। দ্বিতীয় স্থানে থাকা জাপান পেয়েছে ৩৩ সোনা, ৪৭ রুপো এবং ৫০ ব্রোঞ্জ, মোট ১৩০টা পদক। আর তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া ১টি সোনা কম পেয়ে রয়েছে তৃতীয় স্থানে। তারা পেয়েছে ৩২টি সোনা, ৪২টি রুপো এবং ৬৫টি ব্রোঞ্জ। মোট ১৩৯টি পদক।

২টি সোনা ও ২টি রুপো     

এ দিন ভারতের হয়ে দুটি সোনা আনেন অ্যাথলেটিক্সের মেয়েরা। ট্র্যাক ইভেন্ট থেকে একটি এবং ফিল্ড ইভেন্ট থেকে একটি সোনা। মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে সোনা পান পারুল চৌধরি। এর পর মেয়েদের জ্যাভেলিন থ্রো-তে সোনা আনেন অন্নু রানি। অ্যাথলিটেরা এখনও পর্যন্ত জিতলেন চারটি সোনা। তবে মোট পদকের সংখ্যায় তাঁরা ছুঁয়ে ফেললেন শুটারদের। এখনও পর্যন্ত ৪টি সোনা, ১০টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ জিতেছেন অ্যাথলিটেরা।            

মঙ্গলবার ট্র্যাক ইভেন্ট থেকে একটি এবং ফিল্ড ইভেন্ট থেকে একটি সোনা এল ভারতের ঝুলিতে। অ্যাথলিটেরা এখনও পর্যন্ত জিতেছেন চারটি সোনা। তবে মোট পদকের সংখ্যায় তাঁরা ছুঁয়ে ফেলেছেন ফেললেন শুটারদের। এখনও পর্যন্ত জিতেছেন ৪টি সোনা, ১০টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ জিতেছেন, মোট ২২টি পদক। শ্যুটাররাও মোট ২২টি পদক জিতেছেন।

অ্যাথলেটিক্সে মেয়েদের দুটি ইভেন্টে সোনা আসার পর এ দিনে পুরুষদের দু’টি ইভেন্টে এল রুপো। ডেকাথেলনে ৭৬৬৬ পয়েন্ট স্কোর করে রুপো জিতলেন তেজস্বীন। এটাই অবশ্য তাঁর খেলোয়াড়জীবনের সেরা স্কোর। ও দিকে পুরুষদের ৮০০ মিটার দূরে ১ মিনিট ৪৮.৪৩ সেকেন্ড সময় করে রুপো পেলেন আফজল।

আরও ৫ ব্রোঞ্জ

মঙ্গলবার ভারতের ঝুলিতে ব্রোঞ্জ এল ৫টি। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে বিথা রামরাজ এবং পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাবেল ব্রোঞ্জ জিতলেন। দু’টি ব্রোঞ্জ এসেছে বক্সিং থেকে। মহিলাদের ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং পুরুষদের  ৯২+ কেজি বিভাগে নরিন্দর বেরওয়াল সেমিফাইনালে হেরে যাওয়ায় তাঁরা ব্রোঞ্জ পান। এ দিন আর-একটি এসেছে ক্যানোয়িং থেকে। পুরুষদের স্প্রিন্ট সি-২ ১০০০ মিটার ইভেন্টে পদক জিতলেন অর্জুন সিংহ এবং সুনীল সিংহ সালাম।

আরও পড়ুন

এশিয়ান গেমস: মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে সোনা এনে দিলেন পারুল

এশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।