Homeখেলাধুলোবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: শ্রীলঙ্কাকে ১২০ রানে হারানোর পথে বিশ্বকাপের ইতিহাসে  দক্ষিণ আফ্রিকার...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: শ্রীলঙ্কাকে ১২০ রানে হারানোর পথে বিশ্বকাপের ইতিহাসে  দক্ষিণ আফ্রিকার তিন রেকর্ড

প্রকাশিত

দক্ষিণ আফ্রিকা: ৪২৮-৫ (রাসি ভ্যান ডার ডুসেন ১০৮, আইডেন মার্করাম ১০৬, কুইন্টন ডি কক ১০০, দিশান মদুশঙ্কা ২-৮৬)

শ্রীলঙ্কা: ৩২৬ (৪৪.৫ ওভার) (চরিত অসলঙ্কা ৭৯, কুশল মেন্ডিস ৭৬, গেরাল্ড কোয়েৎজি ৩-৬৮, কাগিসো রাবাদা ২-৫০)   

দিল্লি: অবিশ্বাস্য ঘটনা! বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে শনিবারের দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচ অমর হয়ে থাকবে, যত দিন না এই রেকর্ডগুলো ভাঙে। এই ম্যাচে হারজিতটা কোনো খবর নয়। খবর হল এক ম্যাচে তিনটি বিশ্ব রেকর্ড – এক, বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক রান; দুই, এক ইনিংসে ৩টি সেঞ্চুরি এবং তিন, দ্রুততম সেঞ্চুরি। এই সবের কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে তোলে ৫ উইকেটে ৪২৮ রান। বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক রান। এক ইনিংসে তিনজন সেঞ্চুরি করেন – রাসি ভ্যান ডার ডাসেন, এইডেন মার্করাম এবং কুইন্টন ডি কক। এই ঘটনাটাও বিশ্বকাপে আগে কখনও ঘটেনি। আর এইডেন মার্করাম তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন ৪৯ বলে। এই রানে ১৪টা চার আর ৩টে ছয় ছিল। এর আগে বিশ্বকাপে কোনো ব্যাটার এত কম বলে সেঞ্চুরি করেননি।

দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট পড়ে যায় মাত্র ১০ রানে। দিশান মদুশঙ্কার বলে ৮ রান করে আউট হন টেম্বা বাভুমা। এর পরেই জুটি বাঁধেন কুইন্টন ডি কক এবং রাসি ভ্যান ডার ডাসেন। ডি কক আর ডাসেন দ্বিতীয় উইকেটে যোগ করেন ২০৪ রান। দলের ২১৪ রানে আউট হন ডি কক। ২১৪ রান ওঠে ৩০.৪ ওভারে।

এর পর ব্যাটিং-এ আরও বড়ো ঝড় তোলে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের বাকি ১৯.২ ওভারে রান ওঠে আরও ২১৪। এর মূলে রয়েছেন এইডেন মার্করাম। বাকি ব্যাটারদের নিয়ে তিনি দলের রান পৌঁছে দেন ৩৮৩ রানে। ৩৮৩ রানে পঞ্চম উইকেট পড়ার পর দুই ব্যাটার ডেভিড মিলার এবং মার্কো জ্যানসেন ১৭ বলে যোগ করেন ৪৫ রান। ২১ বলে ৩৯ করে মিলার এবং ৭ বলে ১২ করে জ্যানসেন নট আউট থাকেন।

লড়াই করল শ্রীলঙ্কা

জয়ের জন্য রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা যে ক্রীড়া প্রদর্শন করলেন তা-ও কিছু কম নয়। তারা দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে হেরে গেল বটে, কিন্তু যে দ্রুততায় তারা রান করল তা-ও খুব কমই ঘটে। তারা ৩২৬ রান করল ৪৪.৫ ওভারে। এই রান যদি তারা প্রথম ব্যাট করতে নেমে করত, তা হলে সেটাই হয়তো জয়ের জন্য প্রয়োজনীয় রান হত।

দলের প্রথম উইকেট ১ রানে পড়ে যাওয়ার পরে কুশল পেরেরার সঙ্গী হলেন কুশল মেন্ডিস। পেরেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কতটা বিধ্বংসী হতে পারেন মেন্ডিস। ১৫ বলে ৭ রান করে পেরেরা যখন আউট হলেন তখন দলের রান উঠে গিয়েছে ৬৭-তে। ৬.৪ ওভারে উঠল ৬০ রান, যার বেশিটাই এল মেন্ডিসের বিধ্বংসী ব্যাট থেকে। এর পর মেন্ডিসের সঙ্গী হলেন সদিরা সমরবিক্রম। দু’জনে ৪২ রান যোগ করলেন ৪.৫ ওভারে। দলের ১০৯ রানে তৃতীয় উইকেট পড়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। কিন্তু রান ওঠার গতি তারা কখনও কমায়নি। এর জন্য কৃতিত্ব দিতে হয় চরিত অসলঙ্কা (৬৫ বলে ৭৯ রান) এবং দলের অধিনায়ক দাসুন শনককে (৬২ বলে ৬৮ রান)। দক্ষিণ আফ্রিকার বিপুল স্কোরের সামনে শ্রীলঙ্কার এই লড়াইও দেখার মতো। শেষ পর্যন্ত ৩২৬ রানে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা ১০২ রানে হেরে গেল।                           

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।