আফগানিস্তান: ১৫৬ (৩৭.২ ওভার) (রহমানুল্লাহ গুরবাজ ৪৭, মেহিদি হাসান মির্জা ৩-২৫, শাকিব আল হাসান ৩-৩০)
বাংলাদেশ: ১৫৮-৪ (৩৪.৪ ওভারে) (নজমুল হোসেন শান্ত ৫৯ নট আউট, মেহিদি হাসান মির্জা ৫৭, আজমাতুল্লাহ ওমরজাই ১-৯)
ধরমশালা (হিমাচল প্রদেশ): শাকিব আল হাসানের ৩ উইকেট আর ব্যাটে-বলে মেহিদি হাসান মিরাজের দারুণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারাল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩৭.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায়। জয়ের জন্য প্রয়োজনীয় রান বাংলাদেশ তুলে নেয় ৩৪.৪ ওভারে। ৪ উইকেটে তারা তোলে ১৫৮ রান।
শনিবার ধরমশালায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান প্রথম উইকেটের জুটিতে করেন ৪৭ রান। শাকিবের বলে জাদরান আউট হতে গুরবাজের সঙ্গী হন রহমত শাহ। একসময় আফগানিস্তানের রান ছিল ১ উইকেটে ৮৩। সেই আফগানিস্তান ১৫৬-য় সব উইকেটে হারায়। দলের ৮৩ রানে রহমত আউট হন। রহমতও শাকিবের শিকার।
এর পর গুরবাজের সঙ্গী হন হশমাতুল্লাহ শহিদি। দলের ১১২ রানে মেহিদি হাসান মিরাজের বলে আউট হন শহিদি। ওই একই রানে মুস্তাফিজুর রহমানের বলে গুরবাজ আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তান। তাদের বাকি ৬ উইকেট পড়ে যায় মাত্র ৪৪ রানে।
জয়ের জন্য প্রয়োজনীয় রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ১৯ রানে ওপেনিং ব্যাটার তানজিদ হাসানকে হারায়। দলের স্কোরে মাত্র ৮ রান যোগ হতেই লিটন দাস আউট হন। এ বার দলের হাল ধরেন মেহিদি হাসান মিরাজ ও নজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ ধরেন ৯৭ রান। দলের ১২৪ রানে মিরাজ আউট হতে নামেন শাকিব আল হাসান। দলের ১৪৬ রানে শাকিব আউট হন ব্যক্তিগত ১৪ রানে। শান্তর সঙ্গী হন মুসফিকুর রহিম। দু’জনে নট আউট থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। শান্ত করেন ৫৯ রান, মুসফিকুর ২ রান। মেহিদি হাসান মিরাজ ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।
আরও পড়ুন