Homeখবররাজ্যরেশন বণ্টন দুর্নীতি: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাজির ইডি

রেশন বণ্টন দুর্নীতি: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাজির ইডি

প্রকাশিত

কলকাতা: পুজো মিটতেই আবার মাঠে নেমে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সাতসকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি-র হানা। জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতি মামলায় উঠে এসেছে বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম।

রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই আট জায়গায় চলছে তল্লাশি অভিযান। এ দিন মন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়িতে (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়র। তাঁর আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতেও সকালবেলাই হানা দেন গোয়েন্দারা। অমিতের নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই হানা দিয়েছে ইডি। চার থেকে পাঁচজন আধিকারিকের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। যে আবাসনে তিনি বর্তমানে থাকেন সেখানে দু’টি ফ্ল্যাট আছে। কিন্তু দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। আপাতত বন দফতরের দায়িত্বে আছেন তিনি। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আর এ বারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি কর্তারা।

কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন, রেশন কেলেঙ্কারিতে জড়িত বর্তমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী। সুকান্ত সেই সময় দাবি করেছিলেন, রাজ্যের প্রচুর ব্যবসায়ী পিডিএসের চাল ঘুরপথে অন্য জায়গায় পাচার করে। এই চক্রের সঙ্গে নাকি বর্তমান এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জড়িত।

আরও পড়ুন: রেড রোডে পুজো কার্নিভাল শুক্রবার, শেষ মুহূর্তের প্রসতুতি তুঙ্গে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।