Homeপ্রযুক্তিমোবাইলে আচমকা বিকট শব্দ! কেন আসছে এই 'ইমার্জেন্সি অ্যালার্ট'

মোবাইলে আচমকা বিকট শব্দ! কেন আসছে এই ‘ইমার্জেন্সি অ্যালার্ট’

প্রকাশিত

কলকাতা: হঠাৎ করে মোবাইলে বিকট আওয়াজ। আর তারই সঙ্গে ভেসে উঠছে একটি ফ্ল্যাশ এসএমএস। থতমত খেয়ে গিয়ে অনেকেই এই অ্যালার্টের কারণ বুঝে উঠতে পারছেন না। আসলে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে ‘ইমার্জেন্সি অ্যালার্ট’। কী কারণে?

এটি আসলে কেন্দ্রীয় সরকারের তরফে একটি সতর্কতাবার্তা। দেশ জুড়েই পরীক্ষামূলক ভাবে এই অ্যালার্ট পাঠানো হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা এনডিএমএ-র তরফে সমস্ত অ্যান্ড্রয়েড ও আইফোনে পাঠানো হচ্ছে ইমার্জেন্সি অ্যালার্ট। সঙ্গে থাকছে ফ্ল্যাশ মেসেজও।

গত কয়েক মাস ধরে ভারতের একাধিক রাজ্যে এই পরীক্ষা শুরু করেছে কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগ। জরুরি সময়ে যাতে প্রত্যেক মোবাইল ব্যবহারকারী সঠিক অ্যালার্ট পান তারই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সরকার। শুক্রবার কলকাতা-সহ বিভিন্ন জেলার স্মার্টফোনধারীরা এ ধরনের সতর্কতাবার্তা পেয়েছেন। কেউ কেউ একাধিক বার।

কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, নতুন এই ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম বিপদের সময়ে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য ব্য়বহার করা হবে। জনগণের সুরক্ষা ও জরুরি সময়ে সতর্কতা জারি করার জন্যই এই অ্যালার্ট সিস্টেম তৈরি করা হয়েছে। মোবাইলের নেটওয়ার্ক না থাকলেও, এই বার্তা পৌঁছে যাবে ফোনে।

সতর্কতাবার্তায় স্পষ্ট লেখা থাকছে, “এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা। দয়া করে এই বার্তাটিকে উপেক্ষা করুন। কারণ আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। এই বার্তাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান-ইন্ডিয়া-এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের সুরক্ষা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে সময়মতো সতর্কতা প্রদান করা।”

আরও পড়ুন: ৮ প্রাক্তন ভারতীয় নৌ-অফিসারকে মৃত্যুদণ্ড দিল কাতার আদালত, বিদেশ মন্ত্রক ‘সব আইনি পথ খুঁজছে’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

টোটো নিবন্ধনের পর মিলবে সরকারি ড্রাইভিং লাইসেন্স, উদ্যোগী পরিবহণ দফতর

রাজ্যের সব টোটো এখন সরকারি নথিভুক্তির আওতায় আসছে। পরিবহণ দফতর জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দুর সমালোচনার জবাবও দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

আরও পড়ুন

টোটো নিবন্ধনের পর মিলবে সরকারি ড্রাইভিং লাইসেন্স, উদ্যোগী পরিবহণ দফতর

রাজ্যের সব টোটো এখন সরকারি নথিভুক্তির আওতায় আসছে। পরিবহণ দফতর জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দুর সমালোচনার জবাবও দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।