Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ম্যাক্সওয়েলের অতিমানবীয় দ্বিশতরান, অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ আফগানিস্তানের

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ম্যাক্সওয়েলের অতিমানবীয় দ্বিশতরান, অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ আফগানিস্তানের

প্রকাশিত

আফগানিস্তান: ২৯১/৫ ইব্রাহিম ১২৯, রশিদ ৩৫ রহমত ৩০ হ্যাজলউড ২/৩৯, ম্যাক্সওয়েল ১/৫৫

অস্ট্রেলিয়া: ২৯৩/৭ ম্যাক্সওয়েল ২১০*, মার্শ ২৪, ওয়ার্নার ১৮ রশিদ ২/৪৪, নবীন ২/৪৭, ওমরজাই ২/৫৭

৯১ রানে ৭ উইকেট থেকে ২৯৩ রানে ৭ উইকেট আর ম্যাচ জয়। আফগানিস্তানের কাছে হারতে বসাঅস্ট্রেলিয়াকে টেনে তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। কয়েকবার আউট হওয়ার হাত থেকে বাঁচলেও এক পায়ে যেভাবে ম্যাচ জেতালেন তা বিশ্বকাপের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ম্যাচে প্রথমে ব্যাট করে ২৯১ রান করে আফগানিস্তান। সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান। রান তাড়া করতে নেমে একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৯১ রানে ৭ উইকেট। সেই সময় তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবতে পারেননি এই ম্যাচ আফগানিস্তান হারতে পারে। সেখান থেকে লড়াটা শুরু। আফগান বোলারদের দাপট থামিয়ে একেরপর এক শট মাঠের বাইরে পাঠাতে থাকেন ম্যাক্সওয়েল।

কিন্তু প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে অসাধ্য সাধন করার লড়াই শুরু করেন ম্যাক্সি। চাপের মুহুর্তে দমে না গিয়ে অ্যাটাক ইজ দ্যা বেস্ট ডিফেন্স ফর্মুলায় হাঁটার সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল। তারপর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকল এক রূপকথার ইনিংসের। যা ক্রিকেট ইতিহাসে চির স্মরণীয় হয়ে থেকে যাবে।

এদিন ৬ নম্বরে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। তখন শোচনীয় অবস্থা অস্ট্রেলিয়ার। তাঁর নামার পর ফিরে গেলেন মার্কোস স্টোইনিস। ব্যাটিংয়ে অজিদের শেষ ভরসা। ম্যাক্সওয়েলকে ফেরাতে পারলেই আফগানিস্তানের কেল্লাফতে। ম্যাক্সওয়েলের ইনিংসে ছিল ২১টা চার ও ১০টা ছয়। ১২৮ বলে করলেন ২০১ রান।

কার্যত হারের মুখ থেকে ম্যাচের রং-ই বদলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে যোগ্য সঙ্গত করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অষ্টম উইকেটে দুই তারকা ২০২ রানের পার্টনারশিপ করে যেমন নজির গড়লেন, তেমনই দলকে জিতিয়ে পৌঁছে দিলেন সেমিফাইনালে। আফগানিস্তানের মুখের থেকে কার্যত গ্রাস ছিনিয়ে নিলেন ম্যাক্সি। শুধু দ্বিশতরান করলেন তা তো নয়, বরং দায়িত্ব নিয়ে আফগানিস্তানকে হারিয়ে মাঠ ছাড়লেন তিনি। লিখলেন রুপকথার এক গল্প।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: চরিত অসলঙ্কার সেঞ্চুরি কাজে লাগল না,, শ্রীলঙ্কা ৩ উইকেটে হারল বাংলাদেশের কাছে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...