Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডকে দুর্ধর্ষ জয় এনে দিলেন বেন স্টোকস...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডকে দুর্ধর্ষ জয় এনে দিলেন বেন স্টোকস এবং ডেভিড উইলি  

প্রকাশিত

ইংল্যান্ড: ৩৩৭-৯ (বেন স্টোকস ৮৪, জো রুট ৬০, হরিস রাউফ ৩-৬৪, শাহিন শাহ আফ্রিদি ২-৭২)

পাকিস্তান: ২৪৪ (৪৩.৩ ওভার) (আঘা সলমন ৫১, বাবর আজম ৩৮, ডেভিড উইলি ৩-৫২, গাস আটকিনসন ২-৪৫)

কলকাতা: এ বারের বিশ্বকাপে সবচেয়ে ভালো পারফরম্যান্স করে ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড। এ বারের বিশ্বকাপে এটাই তাদের সান্ত্বনা পুরস্কার।   

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স-এ আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় ইংল্যান্ড। তারা করে ৯ উইকেটে ৩৩৭ রান। জবাবে ৬.৩ ওভার বাকি থাকতেই পাকিস্তান ২৪৪ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড জেতে ৯৩ রানে। এই নিয়ে পর পর দুটি ম্যাচে জিতল ইংল্যান্ড। দুটি দলই বিশ্বকাপ থেকে বিদায় নিল।

পাকিস্তান হেরে যাওয়ার ফলে নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেল। এই ম্যাচের আগে পর্যন্ত খাতায়কলমে একটা সুযোগ ছিল পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার। এর জন্য তাদের ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে হত এবং শুধু জিততেই হত না, এক অবিশ্বাস্য এবং কার্যত অসম্ভব এক ব্যবধানে জিততে হত। কিন্তু পাকিস্তান হেরে যাওয়ায় সে সব হিসেব কষার কোনো প্রয়োজন হল না। নিউজিল্যান্ড পরিষ্কার সেমিফাইনালে চলে গেল।

এ দিনের ম্যাচ ছিল ইংল্যান্ডের ডেভিড উইলির বিদায়ী একদিনের ম্যাচ। সেই ম্যাচ তিনি স্মরণীয় করে রাখলেন তাঁর বোলিং পারফরম্যান্সের মধ্য দিয়ে। এ দিন তিনি ৫২ রান দিয়ে ৩টি উইকেট দখল করলেন। একদিনের ম্যাচে তাঁর শততম উইকেট এল এই ম্যাচে। ডেভিড উইলির ফাস্ট মিডিয়াম বোলিং-এর পাশাপাশি মইন আলি এবং আদিল রশিদের স্পিনের জাদুতেও কাত হল পাকিস্তান।  

এ দিন ইংল্যান্ডের জয়ের আর-এক কান্ডারি হলেন বেন স্টোকস। ৭৬ বলে ৮৪ রান করে দলকে জয়ের রাস্তায় পৌঁছে দেন। এ ব্যাপারে তাঁর অন্য দুই সঙ্গী হলেন জো রুট (৭২ বলে ৬০ রান) এবং জনি বেয়ারস্টো (৬১ বলে ৫৯ রান)।

প্রথম উইকেটেই তৈরি হল ভিত

টসে জিতে ব্যাট নেওয়ার পর প্রথম উইকেটেই ইনিংসের ভিত তৈরি হয়ে যায় দুই ওপেনার ডাউইড মালান এবং জনি বেয়ারস্টোর ব্যাটিং-এর সুবাদে। প্রথম উইকেটে যোগ হয় ৮২ রান। ৩৯ বলে ৩১ রান করে ইফতিকার আহমেদের বলে মোহম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মালান। দলের স্কোরের সঙ্গে ২৬ রান যোগ হতেই বিদায় নেন বেয়ারস্টো। তাঁকে তুলে নেন হরিস রাউফ।

এর পর তৃতীয় উইকেটের জুটিতে দুর্দান্ত খেলে ১৩২ রান যোগ করেন বেন স্টোকস এবং জো রুট। দলের ২৪০ রানে স্টোকস আউট হওয়ার পর মাত্র ১৭ রান যোগ হতেই আউট হন রুট। এর পর অধিনায়ক উইকেটকিপার জোস বাটলার, হ্যারি ব্রুক এবং কিছুটা ডেভিড উইলির ব্যাটিং-এর সুবাদে ইংল্যান্ড তাদের ইনিংস শেষ করে ৩৩৭ রানে।

শুরুতেই বিপাকে পাকিস্তান

জয়ের জন্য ৩৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে একেবারে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলে ডেভিড উইলির বলে এলবিডব্লিউ আউট হন আবদুল্লা শফিক। তখনও দলের রানের খাতা খোলেনি। ১০ রান যোগ হতেই পাকিস্তান দ্বিতীয় উইকেট হারায়। আউট হন ফকর জামান।

এ ভাবেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে পাকিস্তানের। তারই মাঝে আঘা সলমন, অধিনায়ক বাবর আজম, মোহম্মদ রিজওয়ান, সাউদ শকিল এবং শাহিন শাহ আফ্রিদি ইংল্যান্ডের বোলিং আক্রমণ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু সেই প্রতিরোধ এমন কিছু ছিল না যাতে ইংল্যান্ডকে জয়ের পথ থেকে হটানো যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৩৯ বল বাকি থাকতেই পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ২৪৪ রানে। ফলে ৯৩ রানে জয় পেয়ে যায় ইংল্যান্ড। ডেভিড উইলি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সেমিফাইনাল: মুম্বইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত, কলকাতায় অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মিচেল মার্শের দুরন্ত শতরান, বাংলাদেশকে অতি সহজে হারাল অস্ট্রেলিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...