শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে নেট রানরেট উন্নতি করতে ব্যর্থ পাকিস্তান। কলকাতায় পাকিস্তানের এই শেষ ম্যাচেই স্পষ্ট হয়ে গেল এ বারের বিশ্বকাপ সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলবে কোন দল। দু’টি সেমিফাইনাল ম্যাচের একটিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ভারত, অন্যটিতে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।
ভারত এখনও পর্যন্ত আটটি গ্রুপ ম্যাচ (১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে নবম তথা শেষ ম্যাচ) জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ফলে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবেন রোহিত শর্মারা। আগামী ১৫ নভেম্বর (বুধবার) ওই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানাধিকারী সাউথ আফ্রিকা ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) ইডেন গার্ডেন্সে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দ্বিতীয় সেমিফাইনাল।
উল্লেখযোগ্য ভাবে, ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিল সাউথ আফ্রিকা, নিউজিল্য়ান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত। সেবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৪ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয়তে অস্ট্রেলিয়া এবং ভারত। ৯৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল।
সেমিফাইনালে ওঠা ৪ দলের অবস্থান
- ১. ভারত
ম্যাচ-৮, পয়েন্ট- ১৬, নেট রানরেট-+২.৪৫৬
২. সাউথ আফ্রিকা
ম্যাচ-৯, পয়েন্ট- ১৪, নেট রানরেট-+১.২৬১
৩. অস্ট্রেলিয়া
ম্যাচ-৯, পয়েন্ট-১৪, নেট রানরেট-+০.৮৪১
৪. নিউজিল্যান্ড
ম্যাচ- ৯, পয়েন্ট- ১০, নেট রানরেট-+০.৭৪৩
বিশ্বকাপ ২০২৩: সেমিফাইনাল
১৫ নভেম্বর: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড
১৬ নভেম্বর: কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনাল সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া
আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও মাথা উঁচু করে বিদায় নিল আফগানিস্তান