Homeখবরদেশ২৪০ ঘণ্টা পার! প্রকাশ্যে এল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের প্রথম ভিডিও

২৪০ ঘণ্টা পার! প্রকাশ্যে এল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের প্রথম ভিডিও

প্রকাশিত

মঙ্গলবার সকালে প্রকাশ্যে এল উত্তরকাশীতে ধসে পড়া সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের প্রথম ভিডিও। সোমবার রাতে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটি ছয় ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে ক্যামেরা পাঠান সুড়ঙ্গের ভিতরে। আর তাতেই ধরা পড়ে সেখানে আটকে থাকা শ্রমিকদের ছবি।

ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর ডিরেক্টর অংশু মনীশ খালখো আগেই জানিয়েছিলেন আটকে পড়া শ্রমিকরা কেমন আছেন, তা জানতে পাইপলাইনের মাধ্যমে ক্যামেরা ঢোকানো হবে। সেই মতোই খাবারের পাইপলাইন দিয়ে একটি এন্ডোস্কোপিক ক্যামেরা পাঠানো হয়। তাতেই এই ছবি ধরা পড়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুড়ঙ্গের ভিতরে কর্মীরা কথাবার্তা বলছেন। তাঁদের মধ্যে খাবার বণ্টন করা হচ্ছে। প্রত্যেকেরই মাথায় হেলমেট পরা রয়েছে। শুকনো মুখে দাঁড়িয়ে আছেন তাঁরা। ক্যামেরার দিকে তাকাচ্ছেন কয়েক জন শ্রমিক। তাঁদের মধ্যে এক জন যন্ত্রের মাধ্যমে উদ্ধারকারীদের সঙ্গে কথা বলছেন। কেউ কেউ সুড়ঙ্গের উপরের দিকে তাকাচ্ছেন। মুখে অনিশ্চয়তার ছাপ স্পষ্ট।

ভিডিয়োটি প্রকাশ্যে আসায় শ্রমিকদের পরিবারও বড়ো স্বস্তি পেয়েছে। ভিতরে আটকে রয়েছেন বিহারের বাঁকার বাসিন্দা বীরেন্দ্র কিস্কু। তাঁর ভাই যোগেন্দ্র কিস্কু সংবাদমাধ্য়মের কাছে বলেন, “নীতিন গড়করিজি আমাদের বলেছিলেন যে আড়াই দিনের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে। আমাদের আশা শেষ হতে বসেছিল। এরই মধ্যে একটা ভালো খবর পেলাম। বীরেন্দ্র অবশ্য ছবিতে নেই, কিন্তু এখন আমরা আবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি।”

গত ১২ নভেম্বর, দীপাবলির ভোরে উত্তরকাশীতে নির্মীয়মাণ ওই সুড়ঙ্গের একটি অংশ ব্রহ্মখাল ও যমুনোত্রীর জাতীয় সড়কের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এ ভাবে প্রায় ২০০ মিটার এলাকা ধসে ভেঙে পড়ার পর তাতে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। সিল্কায়ারা ও দনদলগাঁওের মধ্যে সুড়ঙ্গটি তৈরি করা হচ্ছিল যা চারধাম প্রকল্পের অন্তর্ভুক্ত। সুড়ঙ্গটি তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব ২৬ কিমি কমবে। সেই কাজ করতে গিয়েই নামে বিপর্যয়।

আরও পড়ুন: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সব ব্যবস্থা করবে কেন্দ্র, আশ্বাস প্রধানমন্ত্রীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।