Homeখবরদেশউত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সব ব্যবস্থা করবে কেন্দ্র, আশ্বাস প্রধানমন্ত্রীর

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সব ব্যবস্থা করবে কেন্দ্র, আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশিত

দেহরাদুন: আজ নবম দিন। চারধাম প্রকল্পের সিল্কায়ারা সুড়ঙ্গে এখনও আটকে আছেন ৪১ জন শ্রমিক। তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে, যদিও তাঁদের উদ্ধারের সব রকম চেষ্টা জারি আছে।

সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আটক শ্রমিকদের উদ্ধার করার জন্য প্রয়োজনীয় সব রকম সরঞ্জাম কেন্দ্রীয় সরকারের তরফে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

উত্তরাখণ্ডের সিএমও (মুখ্যমন্ত্রীর অফিস) থেকে বলা হয়েছে, “উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। উত্তরকাশীর সিল্কায়ারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য এবং তাঁদের ত্রাণের জন্য যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, প্রয়োজনীয় সব রকম সরঞ্জাম ও সম্পদ কেন্দ্রীয় সরকার সরবরাহ করবে।”

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে আটক শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা হবেই। তিনি বলেন, “আটক শ্রমিকদের মনের জোর ধরে রাখাটাই সবচেয়ে বড়ো ব্যাপার।” ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধার করাটাই সরকারের প্রথম কাজ।

শুকনো ফল, মাল্টিভিটামিন এবং অ্যান্টিডিপ্রেস্যান্ট পাঠানো হচ্ছে

আটক শ্রমিকরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন তার জন্য তাঁদের কাছে শুকনো ফল এবং মাল্টিভিটামিন ট্যাবলেটের পাশাপাশি অ্যান্টিডিপ্রেস্যান্টও পাঠানো হচ্ছে। খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু পাঠানোর জন্য এনএইচআইডিসিএল আর-একটি ছ’ ইঞ্চি ব্যাসবিশিষ্ট পাইপলাইন খুঁড়ছে। ৬০ মিটারের মধ্যে ৩৯ মিটার খোঁড়া হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় পরিবহণ ও জাতীয় সড়ক দফতরের সচিব অনুরাগ জৈন জানিয়েছেন, আটকে থাকা শ্রমিকদের নিরাপদে উদ্ধার করে আনার ব্যাপারে সরকার দৃঢ়বিশ্বাসী। হয়তো এই কাজে কিছুটা সময় লাগতে পারে। তিনি বলেন, “নতুন টানেলটা তৈরি হয়ে গেলে আরও খাদ্যসামগ্রী পাঠানোর সুবিধা হবে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।”

জৈন জানান, শ্রমিকদের কাছে পৌঁছোনোর জন্য এবং তাঁদের উদ্ধার করে আনার জন্য পাঁচটি এজেন্সি পাঁচটি বিকল্প উপায় নিয়ে একযোগে কাজ করছেন।“ ভিতরে বিদ্যুৎ রয়েছে, সুতরাং আলো জ্বলছে। পাইপলাইন রয়েছে, তাই জল সরবরাহ স্বাভাবিক আছে। চার ইঞ্চি পাইপ আছে। এটা কম্প্রেশনের জন্য ব্যবহার করা হচ্ছে এবং প্রথম দিন থেকেই এর মাধ্যমে খাবার যাচ্ছে।”

উদ্ধারকাজ কতটা এগোল সে সম্পর্কে বলতে গিয়ে পরিবহণ সচিব বলেন, সরকার সব সময় শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তাঁরা যাতে মানসিক ভাবে ভেঙে না পড়েন তার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তাঁর কথায়, “যে এলাকায় তাঁরা আটকে আছেন সেটা ২ কিমি দীর্ঘ এবং সাড়ে ৮ মিটার উঁচু। এখানে সুড়ঙ্গের কংক্রিটের কাজ হয়ে গিয়েছে।”

আরও পড়ুন

১৭০ ঘণ্টা পার! উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে আর কত দিন সময় লাগবে

সাম্প্রতিকতম

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে সলমনদের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর  

কলকাতা: পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হতে সলমন খান, অনিল কাপুরের কাছে আবেদন জানালেন...

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি রিপোর্ট  

খবর অনলাইন ডেস্ক: আবার দেশের সবচেয়ে নিরাপদ শহর হওয়ার সম্মান জুটল কলকাতার। ন্যাশনাল ক্রাইম...

‘সিআইডি’-এর ‘ফ্রেডরিক্‌স’ দীনেশ ফড়নিস মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত

মুম্বই: প্রয়াত হলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। সিরিয়ালপ্রেমী দর্শকরা তাঁকে ‘সিআইডি’ সিরিয়ালের...

আরও পড়ুন

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...