Homeখবরদেশ“কখনও ভুলতে পারি না…”, ‘মন কি বাত’-এ ২৬/১১-এর মুম্বই হামলা স্মরণ করলেন...

“কখনও ভুলতে পারি না…”, ‘মন কি বাত’-এ ২৬/১১-এর মুম্বই হামলা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২৬/১১-এর মুম্বই হামলায় যাঁদের প্রাণ গিয়েছিল, আজ তাঁর ‘মন কি বাত’-এ স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই হামলাকে ভারতের উপর সবচেয়ে ‘জঘন্যতম সন্ত্রাসবাদী’ আক্রমণ বলে অভিহিত করেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত ‘মন কি বাত’-এ এ দিন ছিল প্রধানমন্ত্রীর ১০৭তম ভাষণ।  

জাতির উদ্দেশে সম্প্রচারিত তাঁর মাসিক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “২৬ নভেম্বর দিনটা আমরা কখনও ভুলতে পারি না। এই দিনটিতেই দেশে সবচেয়ে ‘জঘন্যতম সন্ত্রাসবাদী’ আক্রমণ ঘটেছিল। সন্ত্রাসবাদীরা মুম্বইকে এবং গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু ভারত তার নিজের ক্ষমতায় ওই আক্রমণ কাটিয়ে উঠেছে এবং পূর্ণ সাহস নিয়ে আমরা এখন সন্ত্রাসবাদকে চূর্ণ করছি।”    

২৬ নভেম্বর, ২০০৮। আজ থেকে ঠিক ১৫ বছর আগে মুম্বইয়ে ঘটেছিল এক সাংঘাতিক সন্ত্রাসবাদী হানা। নানা অস্ত্রে সজ্জিত ১০ জন পাক সন্ত্রাসবাদী এক সংঘবদ্ধ আক্রমণে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় একের পর এক হামলা চালায়। শুধু নিরাপত্তাকর্মীরাই নন, সাধারণ নাগরিকরাও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এই আক্রমণে কেঁপে উঠেছিল মুম্বই। চতুর্দিকে ধ্বংসের চিহ্ন আর শোকের কান্না।

আরব সাগর দিয়ে ঢুকে পড়া পাক সন্ত্রাসবাদীরা একে-৪৭ অ্যাসল্ট রাইফেল আর গ্রেনেড নিয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন, তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রিডেন্ট হোটেল, নরিম্যান হাউস জেউইশ কম্যুনিটি সেন্টার-সহ মুম্বই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলা চালায়। এই সন্ত্রাসবাদী হামলায় ১৮ জন নিরাপত্তাকর্মী-সহ ১৬৬ জন প্রাণ হারান। আহত হন শত শত মানুষ। এ ছাড়াও কোটি কোটি টাকার সম্পত্তিও ধ্বংস করে সন্ত্রাসবাদীরা।

সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন অ্যান্টি-টেরোরিজম স্কোয়াডের (এটিএস) হেমন্ত করকরে, সেনাবাহিনীর মেজর সন্দীপ উন্নিকৃষ্ণণ, মুম্বইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার অশোক কামতে এবং সিনিয়র পুলিশ ইনস্পেক্টর বিজয় সলাস্কর প্রমুখ।

আক্রমণ চালাতে গিয়ে প্রাণ যায় ৯ সন্ত্রাসবাদীর। একমাত্র বেঁচে যায় আজমল কাসব। সে নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়ে। চার বছর পর ২০১২-এর ২১ নভেম্বর কাসবের ফাঁসি হয়।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শ্রদ্ধা

মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় যাঁরা প্রাণ দিয়েছিলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এ দিন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার যে অঙ্গীকার সে দিন দেশবাসী করেছিল, তা আবার নতুন করে করার জন্য রাষ্ট্রপতি অনুরোধ করেন।

রাষ্ট্রপতি তাঁর ‘এক্স’ (X) হ্যান্ডেলে লিখেছেন, “২৬/১১-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলায় যাঁদের প্রাণ গিয়েছিল, তাঁদের অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছে এক কৃতজ্ঞ দেশ। সেই সাহসী প্রাণগুলির স্মৃতিকে সম্মান জানানোর জন্য আমরা তাঁদের পরিবার ও প্রিয়জনদের পাশে আছি। যে সাহসী নিরাপত্তাকর্মীরা দেশমাতৃকার জন্য তাঁদের প্রাণ দিয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। তাঁদের মহান আত্মত্যাগকে স্মরণ করে প্রতিটি জায়গায় সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার নতুন করে অঙ্গীকার করি।”

আরও পড়ুন

কী ভাবে সুড়ঙ্গের বাইরে বের করে আনা হবে আটকে থাকা শ্রমিকদের তার মহড়া এনডিআরএফ-এর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...