Homeখেলাধুলোক্রিকেটবিসিসিআই চায় হেড কোচ পদে রাহুল দ্রাবিড়ই থাকুন  

বিসিসিআই চায় হেড কোচ পদে রাহুল দ্রাবিড়ই থাকুন  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ভারতের ক্রিকেট দলের হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়াতে চায়। ইএসপিএনক্রিকইনফো (ESPNcricinfo) জানতে পেরেছে, গত সপ্তাহে রাহুল দ্রাবিড়ের কাছে এই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে। কত দিনের জন্য মেয়াদ বাড়ানো হবে, সেই ব্যাপারটি খোলা রাখা হয়েছে।

তবে দ্রাবিড় সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না তা জানা যায়নি। রাহুল দ্রাবিড়কে হেড কোচ পদে বিসিসিআই-এর রেখে দেওয়ার অন্যতম প্রধান কারণ হল, গত দু’ বছর ধরে দলের কাঠামোয় যে ধারাবাহিকতা রয়েছে, তা বজায় রাখা। হেড কোচ পদে নতুন কাউকে নিয়ে এলে এই ধারাবাহিকতা নষ্ট হতে পারে বলে মনে করে বিসিসিআই।

রাহুল যদি বিসিসিআই-এর প্রস্তাব মেনে নেন, তাহলে দ্বিতীয়বার দলের হেড কোচ হওয়ার পর তাঁর প্রথম দায়িত্ব হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। সাদা বলে খেলা হবে দক্ষিণ আফ্রিকায়। সফর শুরু হচ্ছে ১০ ডিসেম্বর। ভারতের ওই সফরে থাকছে ২টি টেস্ট এবং ৩টি করে একদিনের ম্যাচ এবং টি২০। টেস্টদুটি হবে সেঞ্চুরিয়ানে (২৬ ডিসেম্বর থেকে) এবং কেপ টাউনে (৩ জানুয়ারি থেকে)। তার পরে ভারতের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। তার পর টি২০ বিশ্বকাপ।

২০২১-এর টি২০ বিশ্বকাপের পর রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ করা হয়। সদ্যসমাপ্ত একদিনের ম্যাচের বিশ্বকাপের পর হেড কোচ পদে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যায়। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারত রানার্স আপ হয়েছে। দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর আইসিসি ইভেন্টে ভারতের এই নিয়ে দ্বিতীয় বার সবচেয়ে ভালো ফল হল। এর আগে জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ারই কাছে হেরেছিল ভারত। তার আগে ২০২২-এ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে যায় ভারত।

দ্রাবিড় যদি হেড কোচ পদে থাকেন তা হলে আশা করা যায় সহকারী কোচদের আগের দলটাই থেকে যাবেন। সেই দলে ছিলেন বিক্রম রাঠোর (ব্যাটিং কোচ), পরশ মামব্রে (বোলিং কোচ) এবং টি দিলীপ (ফিল্ডিং কোচ)।

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর দ্রাবিড় বলেছিলেন, ক্রিকেটের তিনটি ফরম্যাটে ভারত যে এক নম্বর জায়গায় রয়েছে তার জন্য তিনি গর্বিত। তবে একটা বিশ্ব ট্রফি (গ্লোবাল ট্রফি) না থাকাটা তাঁর একটা ‘হতাশা’র কারণ। তাঁকে একাধিক বার জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি তাঁর কাজ চালিয়ে যেতে চান কি না। দ্রাবিড় বলেছিলেন, এ সব নিয়ে আদৌ তিনি কিছু ভাবেননি।

দ্রাবিড় বলেছিলেন, “এ ব্যাপারে আমি কিছু ভাবিনি। এ নিয়ে ভাবার সময় নেই আমার। আমি যখন সময় পাব তখন ভাবব। কিন্তু এই মুহূর্তে আমার সম্পূর্ণ নজর এখন অভিযানের দিকে। আমার দৃষ্টি এখন ওই দিকে। বিশ্বকাপের দিকে নজর রেখেছি। আমার মনে এর বাইরে কিছু নেই। এবং ভবিষ্যতে কী হবে সে সব কোনো ভাবনাচিন্তা নেই।”

আরও পড়ুন

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...