Homeখবররাজ্যউত্তর কলকাতার প্রার্থী হিসাবে সুদীপকে চাইছেন না কুণাল, জানিয়ে দিলেন পছন্দের নাম

উত্তর কলকাতার প্রার্থী হিসাবে সুদীপকে চাইছেন না কুণাল, জানিয়ে দিলেন পছন্দের নাম

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবার রাতে এক্স-এ বিস্ফোরক পোস্ট। শুক্রবার দলের দুই গুরুত্বপূর্ণ পদ থেকে অব্য়াহতি চেয়ে তৃণমূল নেতৃত্বকে বার্তা। শনিবার সরাসরি উত্তর কলকাতার প্রার্থী বদলেরও দাবি করলেন কুণাল ঘোষ।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর বিস্ফোরক মন্তব্য করে চলেছেন কুণাল ঘোষ। এ বার সরাসরি তাঁকে উত্তর কলকাতায় প্রার্থী না করার দাবি তুললেন সাংবাদিক বৈঠক ডেকে। শনিবার তাঁর দাবি, উত্তর কলকাতায় দলের তরফে মহিলা কাউকে প্রার্থী করা হোক। শুধু তাই নয়, কে সেই মহিলা, সেটাও জানিয়ে দিলেন কোনো রাখঢাক না করেই।

উত্তর কলকাতা লোকসভা আসনের অতীত ইতিহাস তুলে ধরে মহিলা প্রার্থীর সওয়াল করেন কুণাল। বলেন, “আগে এটা ছিল উত্তর-পূর্ব কলকাতা। উত্তর কলকাতার ইতিহাস দেখলে বোঝা যাবে, কোনো মহিলা এখানে সাংসদ হননি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ৭৮ বছর বয়স। গ্রেফতারের আগে কালো চুল। পরে সাদা চুল। দক্ষিণ কলকাতা মহিলা সাংসদ পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছিলেন। এখন সাংসদ মালা রায়। উত্তর কলকাতায় মহিলা প্রার্থী দেওয়া হোক।”

আসন্ন লোকসভা ভোটে উত্তর কলকাতার প্রার্থী হিসাবে প্রথমেই শশী পাঁজার নাম সুপারিশ করেন কুণাল। জোর গলায় তিনি বলেন, “অজিত পাঁজার পুত্রবধূ ডা. শশী পাঁজার মতো প্রার্থী রয়েছেন যিনি একদিকে চিকিৎসক, একদিকে জনপ্রধিনিধি, মন্ত্রী কিংবা তাঁর মতো অন্য কোনো সিনিয়র দক্ষ মহিলা প্রার্থী হোক।”

তবে, সুদীপ-পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নেও আপত্তি নেই বলে জানিয়েছেন কুণাল। যেহেতু তিনি মহিলা প্রার্থীর হয়ে সওয়াল করছেন, তা হলে নয়নার ক্ষেত্রে তাঁর প্রতিক্রিয়া কী? আপত্তি না থাকার কথা জানিয়েও কুণাল মন্তব্য, “নয়নাদি যদি বিউটিপার্লারের কাজ সেরে সাংসদ হতে পারেন তা হলে হবেন।”

শেষ কয়েক দিন ধরে কখনও নাম করে আবার কখনও ইঙ্গিতে সুদীপকে নিশানা করে চলেছেন কুণাল।  কখনও বলেছেন, ‘সুদীপদা একটা বড় সাইজের শাহজাহান’, কখনও বলেছেন “ভুবনেশ্বর অ্যাপোলোতে থাকার সময় হাসপাতালের বিল কে দিয়েছিল তার তদন্ত হোক। তা না হলে আদালতে যাব”। যদিও বিতর্কের আবহে এখনও পর্যন্ত কোনো তেমন কিছু বলতে শোনা যায়নি উত্তর কলকাতার সাংসদ সুদীপকে।

আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসের দুই পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।