Homeখবররাজ্যতৃণমূল কংগ্রেসের দুই পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের 

তৃণমূল কংগ্রেসের দুই পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের 

প্রকাশিত

কলকাতা: তৃণমূলের মুখপাত্র, রাজ্য সাধারণ সম্পাদক পদে থাকছেন না কুণাল ঘোষ। শুক্রবার দিনভর জল্পনার পর তিনি নিজেই জানিয়ে দিলেন, দলের সৈনিক হিসাবে থাকলেও পদে থাকছেন না তিনি।

এ দিনে পড়ন্ত বিকেলে নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডলের পোস্টে কুণাল লেখেন, “আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, তৃণমূল কংগ্রেস আমার দল।”

গতকাল, বৃহস্পতিবার রাতে এক্স পোস্টে বৃহস্পতিবার কুণাল লেখেন, “নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।” রাত ৯টা ৯ মিনিটে এক্স হ্যান্ডেলে এই পোস্ট ঘিরে শুরু হয়ে যায় জোর জল্পনা। সামনে লোকসভা ভোট। টিকিট বণ্টন নিয়ে জোর প্রস্তুতি চলছে দলের অন্দরে। এমন একটা সময় এ ধরনের মন্তব্য কীসের ইঙ্গিত দিচ্ছে, সেটা অনেকের কাছেই অজানা নয়। এই পোস্টে কুণাল অবশ্য কারও নাম করেননি।

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে নিজের ‘বায়ো’তেও বদল এনেছেন কুণাল। স্পষ্টতই দেখা যায়, এক্স হ্যান্ডল থেকে নিজের রাজনৈতিক পরিচয়ই মুছে দিয়েছেন কুণাল। এত দিন যেখানে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলে তাঁর যে পরিচয় লেখা থাকত, সেটা উধাও। পরিবর্তনের পরে এখন তিনি শুধুই সাংবাদিক, সমাজকর্মী!

এর পরই রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানালেন তিনি। মমতা ও অভিষেককে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। ছেড়ে দিয়েছেন সরকারি নিরাপত্তাও। মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কুণাল।

আরও পড়ুন: ‘বিস্ফোরক’ পোস্টের পর সোশ্যাল পরিচয় বদল! তবে কি পদ ছাড়তে চাইছেন কুণাল ঘোষ?

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

ট্রাকমালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, বাড়তে পারে ডিম, মাছ, আনাজের দাম

ট্রাকমালিকদের ধর্মঘটে রাজ্যে পণ্য পরিবহণে ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, ওড়িশা থেকে পোল্ট্রি আমদানিতে বার্ড ফ্লুর কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে রাজ্যে মাছ, ডিম এবং কাঁচা আনাজের জোগানে টান পড়তে পারে।

‘প্রশাসন এবং মন্ত্রিসভার আইন সংক্রান্ত প্রস্তাব জানাতে হবে’ বিবৃতি জারি রাজভবনের

আরজি কর-কাণ্ডে রাজ্যের পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধানের ১৬৭ নম্বর ধারা মেনে কাজ করার বার্তা দিল রাজভবন। রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসনের আহ্বান জানিয়ে পাঠানো ইমেলগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?