Homeখবরদেশতিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠতা হারাল হরিয়ানার বিজেপি সরকার

তিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠতা হারাল হরিয়ানার বিজেপি সরকার

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: তিন জন নির্দল বিধায়ক সমর্থন তুলে নেওয়ার পর হরিয়ানায় নবাব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাল। ওই তিন বিধায়ক ঘোষণা করেছেন চলতি সাধারণ নির্বাচনে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন।

ওই তিন নির্দল বিধায়ক হলেন পুন্দ্রির বিধায়ক রণধীর গোলান, নিলোখেরির বিধায়ক ধর্মপাল গোন্ডার এবং দাদরির বিধায়ক সমবীর সিং সাঙ্গোয়ান। হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় চিঠি লিখে ওই তিন বিধায়ক জানিয়েছেন, তাঁরা সাইনির নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন। রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা অবিলম্বে নবাব সিং সাইনির পদত্যাগ দাবি করেছেন।   

তাঁদের সমর্থন তুলে নেওয়া প্রসঙ্গে পুন্দ্রির বিধায়ক রণধীর গোলান বলেন, “তিন নির্দল বিধায়ক বিজেপির ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন। আমি আমার এলাকার জনগণের সঙ্গে কথা বলছিলাম। কী করা উচিত আমাদের। তাঁদের সমস্ত পরামর্শ শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি…জনগণের অনেক অভিযোগ আছে…কৃষকরা সংকটে রয়েছে…আমরা কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”  

এ বছরের শেষের দিকে হরিয়ানা বিধানসভার নির্বাচন হওয়ার কথা। গত মার্চে মনোহরলাল খট্টরকে সরিয়ে কুরুক্ষেত্র কেন্দ্রের সাংসদ নবাব সিং সাইনিকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়। ২০১৪ এবং ২০১৯-এর বিধানসভা নির্বাচন জিরে মনোহরলাল খট্টর দু’ দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এবার লোকসভা নির্বাচনে তাঁকে কর্নাল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছ।

হরিয়ানা বিধানসভায় কংগ্রেসের রয়েছে ৩০ জন বিধায়ক। এ ছাড়াও আছে বিজেপির প্রাক্তন সঙ্গী জননায়ক জনতা পার্টির (জেজেপি) ১০ জন এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) ১ জন বিধায়ক। মেহম কেন্দ্রের নির্দল বিধায়ক বলরাজ কুন্ডু তাঁর অবস্থান স্পষ্ট করে জানাননি।

৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় এনডিএ-র বিধায়ক সংখ্যা ৪২। এর মধ্যে বিজেপির ৪০, এইচএলপি ১ এবং নির্দল ১। বাকি নির্দলদের সমর্থনে এত দিন বিজেপি সরকার চলে এসেছে। বিধানসভার ২টি আসন খালি রয়েছে। আগামী ২৫ মে হরিয়ানার ১০টি লোকসভা আসনে ভোট হওয়ার কথা।

আরও পড়ুন

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭% 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।