Homeখবরদেশমোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার ভোট পড়ার হার ৬২.৮৭ শতাংশ। এ দিনের ভোটের পর দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটগ্রহণ সম্পূর্ণ হল। লোকসভার ২৮২টি আসনে ভোট নেওয়া হল।

এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে রাজ্যে ভোটের হার ৭৫.৫৩ শতাংশ। তার পরেই রয়েছে গোয়া, ৭৪.৪৭ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ।

লোকসভার যে ৯৪টি আসনে এ দিন ভোট নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অসমের ৪টি, উত্তরপ্রদেশের ১০টি, কর্নাটকের ১৪টি, গুজরাতের ২৫টি, গোয়ার ২টি, ছত্তীসগঢ়ের ৭টি, জম্মু-কাশ্মীরের ১টি, দমন-দিউয়ের ১টি, দাদরা ও নগর হাভেলির ১টি, পশ্চিমবঙ্গের ৪টি, বিহারের ৫টি, মধ্যপ্রদেশের ৯টি এবং মহারাষ্ট্রের ১১টি কেন্দ্র। এ দিনের ভোটের পরে অসম, কর্নাটক, গোয়া, ছত্তীসগঢ়, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলির লোকসভা ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল।

মঙ্গলবারের ভোটে যাঁদের ভাগ্য নির্ধারিত হল তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (গুজরাতের গান্ধীনগর), অসামরিক পরিবহণ এবং ইস্পাতমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (মধ্যপ্রদেশের গুনা), মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (বিদিশা), কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি (কর্নাটকের ধারওয়াড়), কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (হাবেরি), অখিলেশ যাদবের স্ত্রী সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব (উত্তরপ্রদেশের মৈনপূরী), এনসিপি নেতা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে (মহারাষ্ট্রের বরামতী) প্রমুখ।

গুজরাতে কংগ্রেস প্রার্থীর অভিযোগ

ভোটগ্রহণ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের বনসকণ্ঠ জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর। বনসকণ্ঠ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গেনিবেন থাকোর অভিযোগ করেন, বনসকণ্ঠের একটি ভোটগ্রহণ কেন্দ্রে কয়েকজন তরুণ কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কর্মী সেজে ভোটদাতাদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোরজার করছিলেন। উল্লেখ্য, গেনিবেন থাকোর গুজরাতের একজন বিধায়ক। গুজরাতের ২৬টি কেন্দ্রের মধ্যে ২৫টিতে ভোট নেওয়া হল মঙ্গলবার। সুরাত কেন্দ্র থেকে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী মুকেশভাই চন্দ্রকান্ত দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পশ্চিমবঙ্গের ২টি কেন্দ্রে অশান্তি

এ দিন পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এগুলি হল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গীপুর এবং মুর্শিদাবাদ। এর মধ্যে জঙ্গীপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র থেকে অশান্তির খবর এসেছে। ওই দুই কেন্দ্রের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন।

উত্তরপ্রদেশের তিন গ্রামে ভোট বয়কট         

উত্তরপ্রদেশের ফিরোজাবাদ কেন্দ্রের তিনটি গ্রামে এ দিন একটিও ভোট পড়েনি। ওই তিনটি গ্রাম হল নগলা জওহর, নিম খেরিয়া এবং নগলা উমর। ওই তিন গ্রামের সব ভোটদাতা এ দিন ভোট বয়কট করেন। তাঁদের দাবি, তাঁদের সমস্যার দিকে স্থানীয় প্রশাসনকে নজর দিতে হবে।

সাম্প্রতিকতম

মৃণাল সেনের ‘কোরাস’ এবং কিছু কথা

পঙ্কজ চট্টোপাধ্যায় না, তখনও তার গ্র‍্যাজুয়েশন শেষ হয়নি। নামমাত্র বোধহয় দুটো টিউশনি করে সে, মানে...

বিজেপিতে বড় ভাঙন! বিদায়ী সাংসদ যোগ দিলেন তৃণমূলে

ঝাড়গ্রাম: রবিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে  

খবর অনলাইন ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে...

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ...

আরও পড়ুন

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে  

খবর অনলাইন ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে...

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ...

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

খবর অনলাইন ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন...