Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: এই নিয়ে তৃতীয়বার জার্মানির মাটিতে হতে চলেছে প্রতিযোগিতা

ইউরো কাপ ২০২৪: এই নিয়ে তৃতীয়বার জার্মানির মাটিতে হতে চলেছে প্রতিযোগিতা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পুরো নাম ২০২৪ উয়েফা (ইউইএফএ) ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে উয়েফা ইউরো ২০২৪ নামেই বেশি পরিচিত। কিংবা আরও সংক্ষেপে সহজ ভাবে যাকে বলা যায় ইউরো ২০২৪। ১৯৬০-এ শুরু হয়েছিল উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ বছর তার সপ্তদশ সংস্করণ।

ইউরো কাপ ২০২৪-এর খেলা শুরু হচ্ছে ১৪ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই বার্লিনের ওলিম্পিয়াস্টাডিওন-এ।  

জার্মানির মাটিতে এই নিয়ে তৃতীয়বার ইউরো কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। জার্মানি প্রথম ইউরো কাপের ম্যাচ আয়োজন করে ১৯৮৮-তে, অষ্টম উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু তখন সেটা ছিল পশ্চিম জার্মানি। এর পর ২০২০-তে ইউরো কাপের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ইউরোপের ১১টি দেশের ১১টি শহরে উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। এর মধ্যে জার্মানির মিউনিখ শহরে ৪টি ম্যাচের আয়োজন করা হয়।

এর পর এই ২০২৪। এই নিয়ে তৃতীয়বার জার্মানিতে ইউরো কাপের খেলা হচ্ছে। একক দেশ হিসাবে ঐক্যবদ্ধ জার্মানি এই প্রথম উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করার অধিকার পেল।

কী ভাবে জার্মানি আয়োজক দেশ হল

২০২৪-এর ইউরো কাপ আয়োজন করার ইচ্ছা কোন কোন দেশের রয়েছে তা ২০১৭-এর ৩ মার্চের মধ্যে উয়েফা-কে (ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস) জানানোর নির্দেশ দেওয়া হয়। ওই বছরের ৮ মার্চ উয়েফা জানায়, মাত্র দুটি দেশ, জার্মানি আর তুরস্ক ইউরো কাপ ২০২৪ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।  

আয়োজক দেশ কে হবে তা ঠিক হল উয়েফা কর্মসমিতির সদস্যদের গোপন ব্যালটে। কর্মসমিতির সদস্যসংখ্যা ২০। এর মধ্যে জার্মানির প্রতিনিধি রাইনহার্ড গ্রিন্ডেল এবং তুরস্কের প্রতিনিধি সারভেদ ইয়ারদিমসি ভোট দিতে পারবেন না। অসুস্থতার জন্য সুইডেনের প্রতিনিধি লার্স-খ্রিস্টার ওলসোন ভোট দিতে পারবেন না বলে জানিয়ে দেন। ১৭ জন সদস্য ভোটের দিন ছিলেন। ১২ জন জার্মানির পক্ষে ভোট দেন, ৪ জন দেন তুরস্কের পক্ষে। ১ জন ভোটদানে বিরত থাকেন। এ ভাবেই আয়োজক দেশ হিসাবে জার্মানি নির্বাচিত হয়।

জার্মানির কোন কোন শহরে খেলা হবে

জার্মানির ১০টি শহরে ইউরো কাপ ২০২৪-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি শহরে ২০০৬-এর বিশ্বকাপ ফুটবলের খেলা হয়েছিল। এর সঙ্গে নতুন যোগ হল ডুসেলডর্ফের ডুসেলডর্ফ আরেনা। আর যে স্টেডিয়ামগুলিতে ম্যাচ হবে সেগুলি হল বার্লিনের ওলিম্পিয়াস্টাডিওন বার্লিন, কোলোনের কোলোন স্টেডিয়াম, ডর্টমুন্ডের বিভিবি স্টাডিওন ডর্টমুন্ড, ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট আরেনা, গেলসেনকিরখেনের আরেনা আউফশালকে, হামবুর্গের ফক্‌সপার্কস্টাডিওন হামবুর্গ, লাইপৎসিগের লাইপৎসিগ স্টেডিয়াম, মিউনিখের মিউনিখ ফুটবল আরেনা এবং স্টুটগার্টের স্টুটগার্ট আরেনা।       

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘আনন্দের শহরে’ দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্তুতি চলছে জোরকদমে: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: রবিবার হয়ে গেল মহালয়া। পিতৃপুরুষদের তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল পিতৃপক্ষের।...

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধাননগরের ইজ়েডসিসি-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন তিনি। ২০২১-এর আগে মোদী ও ২০২৩-এ শাহ করেছিলেন পুজো উদ্বোধন।

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।