Homeভ্রমণভ্রমণের খবরভোট কাটতে না কাটতেই পর্যটকদের ভিড় উপচে পড়ছে দার্জিলিং-এ

ভোট কাটতে না কাটতেই পর্যটকদের ভিড় উপচে পড়ছে দার্জিলিং-এ

প্রকাশিত

দার্জিলিং: ঠিক এই সময় থেকেই পর্যটন মরশুমে ভাটা পড়তে শুরু করে। গরমের ছুটির পরে ছেলেমেয়েদের স্কুল খুলে যায়। এসে যায় বর্ষারও মরশুম। কিন্তু এবার যেন ছবিটা একেবারে উলটো। সবাই যেন ভোট পর্যন্ত অপেক্ষা করছিল। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হতেই দার্জিলিঙে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে।

শেষ দফার ভোটের পর পর্যটক সমাগম আবার বাড়তে শুরু করেছে দার্জিলিঙে। সোমবার থেকেই কলকাতার বেশির ভাগ স্কুল খুলে যাবে। অথচ এখন দার্জিলিঙের হোটেল এবং গাড়ি ব্যবসায়ীরা বুকিং পাচ্ছেন। তাঁদের কাছে এখনও খোঁজখবর নিচ্ছেন পর্যটকরা, একেবারে এ মাসের শেষ পর্যন্ত হোটেল-গাড়ি বুকিং নিয়ে খোঁজখবর চলছে।

হোটেলে আগাম বুকিং না করে অনেকেই দার্জিলিং-এ উপস্থিত হচ্ছেন। এমনও হয়েছে, রাতে দার্জিলিং-এ পৌঁছে হোটেলে জায়গা না পেয়ে অনেকেই ম্যালে রাত কাটিয়ে পরের দিন সকালে পাহাড়ের অন্যত্র চলে গিয়েছেন । পর্যটকদের চাহিদা পূরণ করতে দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর) পরিষেবা বাড়িয়েছে।

দার্জিলিং অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস-এর (ডিএটিএ) তরফে বলা হয়েছে, ২০ জুন পর্যন্ত দার্জিলিং-এর সমস্ত হোটেল বুক্‌ড। শৈলশহরে এ বছরের জুনে পর্যটকদের যা ভিড় হচ্ছে তা কোভিড-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি।

কেভেন্টার্সের সামনে ব্রেকফাস্টের লাইন। ছবি: শ্রয়ণ সেন।

ডিএটিএ-র সাধারণ সম্পাদক প্রদীপ লামা বলেন, “২০ জুন পর্যন্ত এখানকার সব হোটেলে বুকিং রয়েছে। আমাদের আশা এ মাসের শেষ পর্যন্ত পর্যটকদের এই ভিড় চলবে। কারণ ভোটের জন্য যাঁরা ভ্রমণ পিছিয়ে দিয়েছিলেন, তাঁরা আসতে শুরু করেছেন। এখন তো ভোট শেষ। তাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মারাত্মক গরম থেকে বাঁচতে সবাই দার্জিলিঙে ভিড় জমাচ্ছেন।”

প্রদীপ লামা আরও বলেন, গত পাঁচ বছরে এত ভিড় হয়নি দার্জিলিঙে। হোটেলে তিলমাত্র জায়গা না পেয়ে অনেকেই ফিরে গিয়েছেন।’

দার্জিলিং হিমালয়ান রেলের অতিরিক্ত পরিষেবা

দার্জিলিং-এ এত পর্যটক সমাগম হয়েছে যে, দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর) আর-একটি অতিরিক্ত ডিজেলচালিত টয় ট্রেন বাড়িয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। একটি অতিরিক্ত ট্রেন চালালে আরও ৮৯ যাত্রীকে নেওয়া যায়। “পার্বত্য ট্রেনের জন্য পর্যটকদের ক্রমবর্ধমান আগ্রহ দেখে জয়-রাইডের জন্য আমরা একটি অতিরিক্ত টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি”, জানান ডিএইচআর-এর অধিকর্তা অরবিন্দ মিশ্র।  

ডিএইচআর দার্জিলিং-ঘুম-দার্জিলিং জয়-রাইড সার্ভিসে ১০টি ট্রেন চালায়। এর মধ্যে ৪টি স্টিমচালিত এবং ৬টি ডিজেলচালিত টয় ট্রেন।

আরও পড়ুন

কার্শিয়াংয়ে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে প্যারা গ্লাইডিং পরিষেবা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।