Homeখেলাধুলোফুটবলআন্তোনিও আবাসের জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের কোচের দায়িত্বে খোসে মলিনা

আন্তোনিও আবাসের জায়গায় মোহনবাগান সুপার জায়েন্টের কোচের দায়িত্বে খোসে মলিনা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়েন্টের (এমবিএসজি) প্রধান কোচ হলেন খোসে ফ্রানসিস্কো মলিনা। তিনি আন্তোনিও লোপেজ আবাসের জায়গায় এলেন। মলিনা ২০২৪-২৫-এ ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) মরশুমে এমবিএসজি-র প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বলে মঙ্গলবার দলের তরফে ঘোষণা করা হয়েছে। আইএসএল-এর আগামী মরশুম শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর, চলবে ২০২৫-এর ৩০ এপ্রিল পর্যন্ত।

খোসে মলিনা আগে এটিকে-র কোচের দায়িত্ব পালন করেছিলেন। তাঁরই কোচিং-এ এটিকে ২০১৬ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয়। এখন এটিকে-র কোনো অস্তিত্ব নেই। কোচ হিসাবে মলিনার বড়ো ভূমিকা ছিল ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত। ওই সময়ে তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তিনি  ফার্নান্দো ইয়েরোর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে খোসে মলিনা বলেছেন, “মোহনবাগান সুপার জায়েন্টের মতো সমৃদ্ধ ঐতিহ্যশালী দলের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। আশা করি ক্লাবের জন্য এবং ক্লাবের ভক্তদের জন্য আমি আরও সাফল্যা নিয়ে আসতে পারব।”

“আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং মোহনবাগান সুপার জায়েন্টের প্রধান কোচের দায়িত্বভার দেওয়ার জন্য আমি ড. গোয়েনকার আমি ধন্যবাদ জানাতে চাই”, বলেছেন খোসে মলিনা।

আন্তোনিও লোপেজ আবাসের জায়গায় এলেন মলিনা। গত মরশুমে দলকে প্রথম আইএসএল শিল্ড এনে দেন আবাস। তাঁরই তত্ত্বাবধানে এমবিএসজি চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েছিল। ফাইনালে অবশ্য তারা মুম্বই সিটি এফসি-র কাছে ৩-১ গোলে হেরে যায়।

আরও পড়ুন   

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার: দুর্বল রেফারিং-এর শিকার ভারত, বিতর্কিত গোলে সমতা ফিরিয়ে কাতার জিতল ২-১ গোলে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।