Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ: ৯৯ বলে খেল খতম, সুপার ৮-এ যাওয়ার পথ প্রশস্ত...

আইসিসি টি২০ বিশ্বকাপ: ৯৯ বলে খেল খতম, সুপার ৮-এ যাওয়ার পথ প্রশস্ত করল ইংল্যান্ড

প্রকাশিত

ওমান: ৪৭ (১৩.২ ওভারে) (শোয়েব খান ১১, আদিল রশিদ ৪-১১, জোফরা আর্চার ৩-১২, মার্ক উড ৩-১২)

ইংল্যান্ড: ৫০-২ (৩.১ ওভারে) (জোস বাটলার ২৪ নট আউট, ফিল সল্ট ১২, কলিমুল্লাহ ১-১০)  

খবর অনলাইন ডেস্ক: এ-ও হয়! টি২০ বিশ্বকাপের ম্যাচ ৯৯ বলে শেষ হয়ে গেল। প্রতিপক্ষ ওমানকে ৮০ বলে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড জয়ের রানে পৌঁছে গেল মাত্র ১৯ বলে। আদিল রশিদ, জোফরা আর্চার আর মার্ক উডের বল সামলাতেই পারলেন না ওমানের ব্যাটাররা। মাত্র ৪৭ রানে ইনিংস শেষ। ২ উইকেটে ৫০ করে ওমানকে হারাল ৮ উইকেটে ইংল্যান্ড। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন আদিল রশিদ।

এই বিধ্বংসী মেজাজে জয় ইংল্যান্ডের খুবই প্রয়োজন ছিল। কারণ নেট রানরেট বাড়ানোর দরকার ছিল। গ্রুপ ‘বি’ থেকে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সুপার ৮-এ পৌঁছে গিয়েছে। দ্বিতীয় স্থানের জোর দাবিদার ইংল্যান্ড ও স্কটল্যান্ড। স্কটল্যান্ডের ৩ ম্যাচ থেকে সংগ্রহ ৫ পয়েন্ট। আর বৃহস্পতিবারের জয়ের ফলে ইংল্যান্ডের ৩ ম্যাচ থেকে পয়েন্ট দাঁড়াল ৩। স্কটল্যান্ডের খেলা বাকি অস্ট্রেলিয়ার সঙ্গে এবং ইংল্যান্ডের খেলা বাকি নামিবিয়ার সঙ্গে। বড়ো কিছু অঘটন না ঘটলে গ্রুপ লিগের ম্যাচের শেষে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট একই দাঁড়াবে। সে ক্ষেত্রে নেট রানরেটের হিসাব হবে এবং ইংল্যান্ড পৌঁছে যাবে সুপার ৮-এ।

বলে-ব্যাটে ঝড় ইংল্যান্ডের          

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ইংল্যান্ড ব্যাট করতে পাঠায় ওমানকে। একমাত্র শোয়েব খান (২৩ বলে ১১ রান) ছাড়া কোনো ব্যাটার দু’ অঙ্কের রানে পৌঁছোতে পারেননি। ওমানের ১০টা উইকেট ভাগাভাগি করে নিয়ে নেন আদিল রশিদ (১১ রানে ৪ উইকেট), জোফরা আর্চার (১২ রানে ৩ উইকেট) এবং মার্ক উড (১২ রানে ৩ উইকেট)।

বলে ঝড় তুলে এবার ব্যাটিং-এ ঝড় তোলে ইংল্যান্ড। লক্ষ্য নেট রানরেট বাড়াতে হবে। মাত্র ১৯ বলে জয়ে পৌঁছে যায় তারা। বদলে তারা হারায় দুটি উইকেট। ইনিংস শুরু করেন ফিল সল্ট এবং জোস বাটলার। ৩ বলে ১২ রান করে সল্ট বোল্ড হন বিলাল খানের বলে। তখনও বাটলার খাতা খোলেননি। বাটলারের সঙ্গী হন উইল জ্যাকস। ৭ বলে ৫ রান করে কলিমুল্লাহের বলে কাশ্যপ প্রজাপতিকে ক্যাচ দিয়ে ফিরে যান। বাকি কাজটা সাঙ্গ করেন জোস বাটলার (৮ বলে ২৪ নট আউট) এবং জনি বেয়ারস্টো (২ বলে ৮ নট আউট)।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেদারল্যান্ডসকে হারিয়ে ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়ার লড়াইয়ে থাকল বাংলাদেশ  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...